পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সৎ বাবাই ধর্ষক? অন্তঃসত্ত্বা নাবালিকা - হুগলি

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে । যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে মেয়েটি । ঘটনাটি ভদ্রেশ্বরের ।

harrasement

By

Published : Sep 7, 2019, 10:19 PM IST

হুগলি, 7 সেপ্টেম্বর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে । যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নাবালিকা । ঘটনাটি হুগলির ভদ্রেশ্বরের । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ ।

নির্যাতিতার মায়ের দাবি, ছয় মাস ধরে তাঁর বড়ো ও মেজো মেয়ের উপর অত্যাচার চালাত তার দ্বিতীয় পক্ষের স্বামী । নাবালিকাদের অভিযোগ, তাদের সৎ বাবা ও এক প্রতিবেশী তাঁদের দিনের পর দিন ধর্ষণ করত । স্থানীয় ক্লাবের সদস্যরা আজ অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয় । নির্যাতিতারা জানায়, তারা দুইজনেই বিষয়টি মাকে জানিয়েছিল ৷ বিষয়টি নিয়ে এর আগে তাদের সৎ বাবা ও মায়ের মধ্যে অশান্তিও হয়েছে ৷

তবে নাবালিকার মার দাবি, "আমি লোকের বাড়িতে কাজ করি । এব্যপারে আমি আগে কিছু জানতাম না ।"

12 বছর আগে ছোটো মেয়েকে নিয়ে অভিযুক্তর সঙ্গে থাকতে শুরু করে ওই নাবালিকাদের মা । অভিযুক্ত পেশায় দিনমজুর । সূত্রের খবর, ছোটোবেলা থেকেই সৎ বাবার যৌন নির্যাতনের শিকার দুই বোন । ছয় মাস ধরে সেই নির্যাতনের মাত্রা আরও বাড়ে । তবে তাদের এক প্রতিবেশীর দাবি, এই কুকর্মে নির্যাতিতাদের মায়েরও মদত ছিল ।

ABOUT THE AUTHOR

...view details