হুগলি, 22 অগাস্ট: মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে প্রশাসন সাসপেন্ড করেছে তিন শিক্ষিকাকে ৷ তারপরেও তিন জনেই বহাল তবিয়তে স্কুলে আসছেন ৷ তিন শিক্ষিকাদের সাসপেনশন নিয়ে জেলাশাসক ও স্কুল পরিদর্শকদের বক্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা ৷
চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে মিড ডে মিলে ছাত্রীদের নুন, তেল-ভাত দেওয়ার অভিযোগে জেলা প্রশাসন সাসপেন্ড করে স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা শমিতা কুশারী, শর্মিষ্ঠা ঘোষ ও পূর্বা মুখার্জিকে ৷ কিন্তু প্রশাসনের নির্দেশের 48 ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত ওই তিন শিক্ষিকার সাসপেনশন কার্যকর হয়নি ৷ শিক্ষিকাদের সাসপেনশন প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক সুব্রত সেন জানিয়েছেন, শমিতা কুশরী এবং শর্মিষ্ঠা ঘোষকে সাসপেন্ড করা হয়েছে ৷ তবে পূর্বা মুর্খাজিকে সাসপেন্ড করার কথা তাঁর জানা নেই ৷ তবে সাসপেনশনের প্রক্রিয়া চলছে ৷ খুব দ্রুত ওই শিক্ষিকারা সেই অর্ডার হাতে পাবেন ৷ আগামী এক সপ্তাহের মধ্যেই প্রধান শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা হবে ৷ অন্যদিকে, জেলশাসক ওয়াই রত্নাকর রাও বলাগড়ের BDO অফিসে এক বিবৃতিতে জানান, মিড ডে মিল দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষিকা পূর্বা মুর্খাজিকে অন্যত্র বদলি করে দেওয়া হবে ৷ জেলাশাসক ও স্কুল পরিদর্শকের বিবৃতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ তবে বাণীমন্দিরের অন্যান্য শিক্ষিকাদের মতে, সবটাই শুধুমাত্র লোক দেখানো ৷