পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kalyan Banerjee on Eid: ঈদের অনুষ্ঠানে কল্যাণ, রিষড়ার ঐতিহ্য মনে করিয়ে দিলেন শান্তির বার্তা - রিষড়ায় ঈদ পালন

শনিবার ঈদ উপলক্ষে রিষড়ার ওয়েলিংটন মাঠে নমাজ পাঠের অনুষ্ঠানে যান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শান্তির বার্তা দেন ৷

ETV Bharat
কল্যাণ বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 22, 2023, 3:44 PM IST

Updated : Apr 22, 2023, 4:47 PM IST

ঈদের অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

শ্রীরামপুর, 22 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির রিষড়া । কিন্তু বর্তমানে শান্ত এই এলাকা ৷ আতঙ্ক ভুলে স্বাভাবিক ছন্দে ফিরছেন এলাকাবাসী ৷ এই আবহে শনিবার এখানে ঈদের অনুষ্ঠানে যোগ দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

এদিন রিষড়ার বড় মসজিদে পালিত হয় ঈদ । ওয়েলিংটন মাঠে হয় বিশেষ নমাজ পাঠ । অনুষ্ঠানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র, ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান প্রমুখ ৷ রামনবমীর অশান্তির পর রিষড়া ও শ্রীরামপুর জুড়ে দীর্ঘদিন জারি ছিল 144 ধারা । বর্তমানে অনেকটাই শান্ত রিষড়া ।

তবে ঈদ উপলক্ষে এদিনও রিষড়াজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ। বিশেষ করে রিষড়ার মৈত্রীপথ, বড় মসজিদ, সন্ধ্যা বাজার, ওয়েলিংটনে চলছে পুলিশি টহল। রিষড়ার যে শান্তি ও সম্প্রীতির ঐতিহ্য সেটাই যাতে বজায় থাকে তার জন্য এদিন শান্তির বার্তা দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,"শ্রীরামপুর লোকসভা এলাকা শান্তিপূর্ণ এলাকা, কোনও শক্তি যেন সেই শান্তি বিঘ্নিত না-করতে পারে সেইদিকে নজর রাখতে হবে । ভারতবর্ষে যে কোনও ধর্মের যেকোনও উৎসবই হোক না কেন তা সবার উৎসব । সব ধর্ম ও মতের মানুষ একসঙ্গে থাকে এখানে, এটাই ভারতের বৈচিত্র । সেখানে যাতে কেউ আঘাত হানতে না পারে সেটা দেখতে হবে ।"

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ এদিন আরও জানান, দেশে নেগেটিভ আবহাওয়া চলছে । একটা হিংসার বাতাবরণ রয়েছে চারিদিকে । তা থেকে বেরিয়ে এসে দেশ যেন শান্তিতে থাকে, সব ধর্মের মানুষ যেন শান্তিতে থাকে সেই দিনে সকলের নজর রাখা উচিত । অন্যদিকে, রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র ও ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের মতে, রিষড়া হল মিনি ভারত । এখানে সব ধর্ম, ভাষার মানুষ একসঙ্গে মিলেমিশে থাকেন । সেই সম্প্রীতিকে অটুট রাখতে হবে । এখানে একসাথে ঈদ পালন হয়, দুর্গাপুজো হয়, হোলি হয় এটাই রিষড়ার ঐতিহ্য ।

আরও পড়ুন:'রাজ্যে এনআরসি করতে দেব না', রেড রোড থেকে বার্তা মমতার

চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানান হয়েছে ঈদে যাতে কোনও ঝামেলা না-হয় তার জন্য রিষড়াজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে । বিভিন্ন জায়গায় নাকা ও পুলিশি টহল চলছে । এলাকার বিভিন্ন বাড়ির ছাদ থেকে পুলিশ নজরদারি চালাচ্ছে ৷ আগাম সতর্কতা হিসেবে ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়েছে সেখানে ৷ রিষড়ার জিটি রোড ও স্টেশন রোড এলাকায় রোডমার্চ করা হচ্ছে ।

Last Updated : Apr 22, 2023, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details