ভদ্রেশ্বর, 24 নভেম্বর : মাথায় ঘোমটা দিয়ে পুরুষরাই মহিলা সেজে বরণ করেন জগদ্ধাত্রী ঠাকুর । এই নিয়মেই 228 বছর ধরে হয়ে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারির পুজো ।
শোনা যায়, ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায় । সেই সময় নিরাপত্তার কারণে বাড়ি থেকে বের হতেন না মহিলারা । অন্দরমহলেই রাখা হত তাঁদের । তাই সেসময় জগদ্ধাত্রী পুজোর সমস্ত আচার পালন করতেন পুরুষরাই । এমনকী, মহিলারা যেভাবে ঠাকুর বরণ করেন, সেভাবেই ঠাকুর বরণ করতেন পুরুষরাও । সেই ধারাই চলছে আজও ।
শাড়ি পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে, বরণডালা নিয়ে আজও এখানে জগদ্ধাত্রী ঠাকুর বরণ করেন পুরুষরা । তারপর রীতি মেনেই শোভাযাত্রা বের করে প্রতিবছর গঙ্গায় ভাসান দেওয়া হয় । কিন্তু, কোরোনা পরিস্তিতিতে এবছর আচার অনুষ্ঠান অনেকটাই সীমিত করা হয়েছে । জনসমাগম বন্ধ করা হয়েছে । বন্ধ করা হয়েছে বলিপ্রথাও । সামাজিক দূরত্ব মেনেই পুজোর জোগাড় ও বরণ করা হয় । মন্দিরে জনসাধারণের প্রবেশেও ছিল নিষেধাজ্ঞা ।
তেঁতুলতলা বারোয়ারির প্রতিমা জানা যায়, 228 বছরের আগে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন । তিনি রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে দুই বিধবা কন্যাদের নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজো করেন । কালের নিয়মে সেই পুজো বন্ধ হয়ে যায় । সেই জগদ্ধাত্রী পুজোই বর্তমানে করছে তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো কমিটি । ইংরেজ শাসনকাল থেকে চলে আসা নিয়ম মতোই পুরুষদের দিয়ে ঠাকুর বরণের প্রথা আজও ধরে রেখেছে তেঁতুলতলা বারোয়ারি ।