বলাগড়, 18 মার্চ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল বলাগড়ের তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ সেনের (55) । তিনি অটোয় বলাগড় থেকে জিরাট ফিরছিলেন তিনি বলে জানা গিয়েছে । এসটিকেকে রোডে পুনুই মোড়ের কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোর । সেই অটোতে তাঁর স্ত্রী কাকলি সেনও ছিলেন । দু'জন গুরুতর জখম হন এই পথ দুর্ঘটনায় । অটো চালকও আহত হন । তাঁদের উদ্ধার করে জিরাটে আহম্মদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার চিকিৎসকরা তরুণ সেনকে মৃত ঘোষণা করেন (Tarun Sen dies in road accident in Balagarh) । আহত তাঁর স্ত্রী ও অটো চালকের চিকিৎসা চলছে হাসপাতালে ।
কংগ্রেস থেকে রাজনীতিতে হাতে খড়ি তরুণের । সিপিএম আমলে বিরোধীদের হয়ে লড়াই করেছেন তিনি বলাগড়ে । 2008 সালে বাম আমলে বলাগড় থেকে জেলা পরিষদের সদস্য হিসাবে তৃণমূলের হয়ে জয় আনেন । এরপর মাঝে কিছুদিন বাদ গেলেও 2018 সালে আবার বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে নির্বাচিত হয় তিনি । দুর্ঘটনায় গুরুতর আহত তরুণের স্ত্রীকে প্রথমে চুঁচুড়া পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । তৃণমূল নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলাগড় জুড়ে (TMC Leader Death) ।