পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asian Games 2023: দলগত সাফল্য এলেও ব্যক্তিগত ইভেন্টে পদক হাতছাড়া, মন খারাপ মেহুলির মা-বাবার - মেহুলির মা বাবা

Mehuli Wins Silver Medal in Team Event at Asian Games 2023: এশিয়ান গেমসে দলগতভাবে রুপো জিতলেও ব্যক্তিগত ইভেন্টে পদক হাতছাড়া হয়েছে মেহুলি ঘোষের ৷ ফলে মেয়ের সার্বিক সাফল্যে খুশি হলেও ব্যক্তিগত ইভেন্টে পদক না আসায় মন খারাপ বৈদ্যবাটির ঘোষ দম্পতির ৷

Picture Courtesy: SAI MEDIA Twitter(X)
ছবি সৌজন্যে- সাই মিডিয়া টুইটার(এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 3:11 PM IST

Updated : Sep 24, 2023, 7:42 PM IST

এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক হাতছাড়া মেহুলির

বৈদ্যবাটি, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে দলগতভাবে রুপো জিতলেন ভারতের মেহুলি ঘোষ, আশি চকসি ও রমিতা জিন্দালরা ৷ তবে দলগতভালে সাফল্য পেলেও ব্যক্তিগত ইভেন্টে পদক আসেনি হুগলির বৈদ্যবাটির মেয়ে 22 বছরের মেহুলির ঝুলিতে । একটুর জন্য তাঁর হাতছাড়া হয়েছে ব্রোঞ্জ । শুটিংয়ের ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেছেন মেহুলি । তাই তাঁর সার্বিক পারফরমেন্সে খুশি হলেও ব্যক্তিগত ইভেন্টে পদক না-আসায় মন খারাপ বৈদ্যবাটির ঘোষ দম্পতির।

মেহুলির বাবা নিমাই ঘোষ বলেন, "সাফল্য তো পুরোটা এল না ৷ দলগতভাবে পদক জয় করলেও ব্যক্তিগত ইভেন্টে পদক হাতছাড়া হয়েছে মেয়ের ৷ তাই মনটা খুবই খারাপ । মেহুলি ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের জন্য অনেকটাই চেষ্টা করেছে । আগামিদিনে আরও প্রতিযোগিতা রয়েছে তাঁর । সেখানে অবশ্যই ভালো করবে বলে আমরা আশাবাদী । দলগতভাবে রুপোর পদক পেয়েছে এটাই একটা ভালো বিষয়। শুটার হিসাবে সবসময়ই ভালো করার চেষ্টায় থাকে মেয়ে । প্রথমদিকে নীচের দিকে থাকলেও পরে অনেকটাই মেকআপ করতে পেরেছে মেহুলি ।"

আরও পড়ুন:মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জয় মেহুলিদের

খেলার আগে মেয়েকে নিজের মতো ছেড়ে দেন বাবা-মা ৷ নিমাই ঘোষের কথায়, "যাতে কোনও খেলার উপর প্রভাব না-পড়ে তাই খেলার দু'দিন আগে থেকেই ওঁর সঙ্গে আমরা সেভাবে কথাবার্তা কিছু বলি না । আমরা চাই সে ভালো পারফরম্যান্স করে ভারতের হয়ে পদক আনুক । চিনে যাওয়ার পর আমাদের সঙ্গে প্রথমে কথা হয়েছিল । তারপর থেকে এখনও পর্যন্ত কথা হয়নি মেয়ের সঙ্গে । এশিয়ান গেমসের পর ন্যাশনাল গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড কাপ ফাইনালে সুযোগ রয়েছে । তবে এশিয়ান গেমসে ভারতের শুটিংয়ের হাত ধরে প্রথম পদক এসেছে এটা শুনে ভালো লাগছে ।"

মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মা মিতালি ঘোষ ৷ মেহুলির পদক জয়ের সাক্ষী হতে সকাল থেকেই টিভিতে চোখ রেখেছিলেন তিনি । এখন মেয়ের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছেন মা । তবে তাঁর আশা ছিল একক বিভাগেও পদক আনবে মেয়ে । তিনি বলেন, "ব্যক্তিগত ইভেন্টে পদক হাতছাড়া হওয়ায় একটু দুঃখ হলেও মেয়ের সার্বিক সাফল্যে খুশি আমরা। তবে আমাদের অবশ্যই আশা ছিল, ব্যক্তিগতভাবে মেডেল আসুক । কিন্তু আমাদের আশামতো সবসময় যে মেডেল আসবে সেটা কখনই সম্ভব নয় । কিন্তু মেহুলি যেভাবে লড়াই করে ষষ্ঠ থেকে চতুর্থ হয়েছে, এটা আমার কাছে যথেষ্ট ভালো ব্যাপার ।" তাঁর বক্তব্য, "এশিয়ান গেমস অনেক বড় জায়গা । মেয়ে আগেও কমনওয়েলথ ও ইউথ অলিম্পিক খেলেছে । সেই অভিজ্ঞতা তো রয়েছে। আশা করি অলিম্পিকে সফলতা আসবে। এখন অপেক্ষা করছি মেয়ের সঙ্গে কখন কথা বলতে পারব।"

আরও পড়ুন:এশিয়াডের শুরুতেই দাপট ভারতীয়দের, বাংলার মেহুলি-সহ পদকজয়ীদের অভিনন্দন মমতার

মেহুলির পরিবারের তরফে জানা গিয়েছে, ছোটবেলায় মেলায় বেলুন ফাটিয়ে শুটিংয়ের ঝোঁক চাপে বৈদ্যবাটির এই মেয়ের মাথায় ৷ মেহুলির দিদা মঞ্জু পাল রাইফেল কিনে দিয়েছিলেন তাঁকে । সেই মেয়েই দেশের হয়ে একের পর এক পদক নিয়ে আসছেন । এর আগে কমনওয়েলথ ও ইয়ুথ অলিম্পিকে রুপো জিতেছেন মেহুলি । এবার তাঁর লক্ষ্য অলিম্পিক ।

Last Updated : Sep 24, 2023, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details