হিন্দমোটর, 20 এপ্রিল: এবার পশ্চিমবঙ্গেও ড্রোনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছবে ওষুধ ৷ হিন্দমোটরের বেসরকারি এক ওষুধ কোম্পানির তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ ৷ জীবনদায়ী ওষুধ ডেলিভারি দেওয়ার জন্য বিশেষভাবে ড্রোনগুলিকে তৈরি করেছে দিল্লির এক প্রস্তুতকারক সংস্থা ৷ প্রাথমিকভাবে তারা এই পরিষেবা চালু করতে চলছে হুগলি ও হাওড়ায় ৷ এরপর ধীরে ধীরে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলায় পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে তাদের ৷
ড্রোন প্রস্তুতকারক সংস্থার দাবি, মেঘালয় ও অরুণাচলের পর বাংলায় এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হল । হুগলির হিন্দমোটরে এই পরিষেবা চালু হয়েছে বুধবার থেকে । ফোনে অর্ডারের মাধ্যমে মুমূর্ষু রোগীর কাছে এই ওষুধ পৌঁছনোর ব্যবস্থা করেছে হিন্দমোটরের ওই বেসরকারি মেডিসিন সংস্থা । কয়েকদিন আগেই তার ট্রায়ালও শুরু হয়েছিল । তারপর আইনি জটিলতা কাটিয়ে সেই ড্রোন দিয়েই জীবনদায়ী ওষুধ সরবরাহ করার অনুমতি মিলেছে । এই ড্রোন যাতায়াত করবে 132 মিটার উচ্চতায় । মাত্র আট মিনিট 20 সেকেন্ডে হুগলি থেকে ওষুধ নিয়ে হাওড়ায় পৌঁছবে ড্রোনগুলি । ফলে সময় যেমন বাঁচবে, পাশাপাশি সময়ের মধ্যেই ওষুধ পৌঁছবে ক্রেতার হাতে । 32 কিলো পর্যন্ত ওষুধ বহন করতে পারবে এই ড্রোনগুলি ।
কোন অ্যাপ নয়, সরাসরি ফোন করে ওষুধের বুকিং করতে পারবে গ্রাহকরা । তবে 'ডিজিসিএর' অনুমোদন অনুযায়ী এখন সবে মাত্র হুগলি থেকে হাওড়া পর্যন্ত ড্রোনের এই রুট চালু করা হয়েছে । হাওড়ায় একটি নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যাবে এই ড্রোন পরিষেবা । এরপর মোটরবাইকের মাধ্যমে ওষুধ বাড়ি বাড়ি পৌঁছানো হবে । পরবর্তীকালে ড্রোনের অনুমতি মিললে নতুন রুট সংযুক্ত হবে ।