হুগলি, 14 অক্টোবর : করোনার কারণে তৈরি হওয়া আর্থিক সমস্যা ও সমাজের পিছিয়ে পড়া মেয়েদের বিয়ের সমস্যার বার্তা উঠে এসেছে হিন্দ মোটরের প্রগতি সংঘের এবছরের দুর্গাপুজোয়। 62 তম বর্ষে এবার তাদের থিম গণবিবাহ।
কন্যাদায়গ্রস্ত বহু পরিবার অর্থের অভাবে তাঁদের মেয়েদের বিয়ে দিতে পারেন না ৷ এই বিষয়টিই গণবিবাহের থিমের মধ্যমে এই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা ৷ রয়েছে এই সমস্যার সমাধানের বার্তাও ৷ মণ্ডপের ভিতরে ছাদনা তলায় সেই গণবিবাহের দৃশ্য তুলে ধরা হয়েছে । মূল মণ্ডপটি বর ও কনের শোলার টোপরের আদলে গড়া হয়েছে । মণ্ডপের দেওয়ালে পট চিত্র ও যামিনী রায়ের ছবি আঁকা হয়েছে ।