পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 19, 2020, 10:32 AM IST

ETV Bharat / state

লকডাউনে ক্ষতিগ্রস্ত হুগলির আম চাষিরা

দেশজুড়ে লকডাউন ৷ বাজারে আমের দাম পাচ্ছেন না চাষিরা । হুগলি জেলায় সমস্ত পাইকারি বাজার বন্ধ ৷ ফলে কাঁচা ও পাকা কোনও আমই বিক্রি করতে পারছেন না তাঁরা ৷

image
আমচাষি

চন্দননগর, 18 মে : সুকুমার রায়ের ‘‘পাকাপাকি’’ ছড়ার ছন্দ ধরে যদি বলা হয় তাহলে বলতে হবে আম পাকে বৈশাখে ৷ কিন্তু এবার এই রসাল ফল বৈশাখে পাকায় সমস্যায় পড়েছেন হুগলির আমচাষিরা ৷

দেশজুড়ে লকডাউন ৷ বাজারে আমের দাম পাচ্ছেন না আম চাষিরা । হুগলি জেলায় সমস্ত পাইকারি বাজার বন্ধ ৷ ফলে কাঁচা ও পাকা কোনও আমই বিক্রি করতে পারছেন না তাঁরা ৷ খুব শীঘ্রই খুলবে পাইকারি বাজার ৷ এই আশায় বুক বাঁধছেন তাঁরা ৷

আমের মরশুম শুরু হয় চৈত্র মাসের শেষ থেকে ৷ বৈশাখ মাসের শেষে আম পাকতে শুরু করে। তবে এই সময়টা কাঁচা আম বিক্রি করেও ভালো পয়সা পায় চাষিরা । মূলত আচারের জন্য স্বাদে টক আম কাঁচা পেড়ে বেচে দেন চাষিরা । কিন্তু মিষ্টি জাতের আম বৈশাখি ,চাট্টুজ্যে, হিমসাগরও এবার কাঁচাতেই বিক্রি করতে হচ্ছে চাষিদের।

হুগলির সিঙ্গুর, পোলবা, বলাগর সহ একাধিক জায়গায় আমের ফলন বেশি । এই আম রাজ্যের বাইরে যায় । কিন্তু যেহেতু ট্রেন ও বিভিন্ন ট্রান্সপোর্ট বন্ধ, তাই আম বাইরে পাঠানো যাচ্ছে না । পাইকারি ব্যবসায়ীরা আম কিনছেন না। সেই কারণে আমের দামও মিলছে না । তাছাড়া কোরোনার ফলে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে সমস্ত বাজারগুলি বন্ধ করতে হয়েছে । হুগলি জেলায় পোলবার গোটু বাজার ,সিঙ্গুরের নাদা বাজার, চন্দননগরের বউ বাজার ও ব্যান্ডেল বাজার বন্ধের ফলে আরও সমস্যার সম্মুখিন চাষিরা ।

এমনই এক আমি চাষি শেখ রাজা বলেন, ‘‘বর্তমানে আমাদের গোটুর বাজার বন্ধ হয়ে যাওয়ায় খুব অসুবিধায় পড়েছি । বাজারে আম কেনার লোক নেই ।এখন কাঁচা আমের দাম 7 থেকে 8 টাকা করে । পাকা আম 10 থেকে 12 টাকা করে । এখান থেকে আসানসোল রাঁচি ও উত্তরপ্রদেশে আম রপ্তানী হত ।এখন আমরা কিছু ভেবে পাচ্ছি না এতো আম কোথায় রাখব । প্রশাসন থেকে কিছু একটা ব্যবস্থা করলে আমাদের খুব ভালো হয় ।

তবে হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ আম বিক্রি বা বাইরে রপ্তানীতে যাতে কোনো অসুবিধা না হয়, তাও দেখা হচ্ছে । বড় পাইকারি বাজারগুলোতে দূরত্ব মেনে যাতে আম কেনা-বেচা চলতে পারে সেই ব্যবস্থাও করবে প্রশাসন ৷’’

ABOUT THE AUTHOR

...view details