ব্যান্ডেল, 12 এপ্রিল : দেড় কোটি টাকার জুতো-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। আজ ব্যান্ডেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার দেড় কোটি টাকার জুতো, গ্রেপ্তার 1 - kolkata
চুরি হওয়া দেড় কোটি টাকার জুতো সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ব্যান্ডেলের সুভাষনগর থেকে উদ্ধার হয়েছে জুতো।
ধৃত ব্য়ক্তি
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের মার্চে বেলেঘাটার একটি দোকান থেকে দেড় কোটি টাকার জুতো চুরি হয়। 1 এপ্রিল বেলেঘাটা থানায় দোকানের মালিক গীতা বাউড়ি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ওই দোকানেরই এক কর্মীকে আজ সকালে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে আজ সন্ধ্যায় ব্যান্ডেল মোড়ের সুভাষনগরের একটি জুতোর গোডাউনে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় চুরি যাওয়া দেড় কোটি টাকার জুতো।