খানাকুল(হুগলি), 20 নভেম্বর:এক গৃহবধূকে খুন করে তাঁর দেহ আগুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় উত্তেজনা ছড়ায় খানাকুলে । স্থানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবিতে এলাকা ঘিরে রাখে । ঘটনাস্থলে আসে খানাকুল থানার পুলিশ । ঘটনায় অভিযুক্ত স্বামী, মৃতের জা ও জায়ের মাকে গ্রেফতার করা হয়েছে (Man arrested on allegation of murdering wife) ।
অভিযোগ, ওই গৃহবধূর স্বামী খুন করে তারপর দেহ পুড়িয়ে দেয় । ঘটনাটি ঘটেছে খানাকুলের কৃষ্ণনগরের পাঁচুইখানা এলাকায় । ঘটনাস্থল থেকে খানাকুল থানার পুলিশ ওই গৃহবধুর পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করেছে ।
মৃত গৃহবধূর নাম মানসী মণ্ডল জানা (42)। তাঁর দুই সন্তান রয়েছে । তড়িঘড়ি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় ক্ষুব্ধ মানুষজন তাদের আটকে রাখে । পুলিশ এলে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয় তারা । অভিযুক্ত স্বামী হরেকৃষ্ণ জানা পেশায় সোনা ব্যবসায়ী। দোকান লাগোয়া তাঁদের বাড়ি । বেশ কিছু দিন ধরেই স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না বলে জানা গিয়েছে । পারিবারিক বিবাদ লেগেই থাকত তাঁদের । পাশাপাশি হরেকৃষ্ণর ভাই কর্মসূত্রে বাইরে থাকেন। তাই কৃষ্ণনগরের বাড়িতে মৃতের ছোট জা থাকেন (Man Kills Wife) ।