চন্দননগর, 25 জুন : পারিবারিক অশান্তির জেরে ছেলেকে কোপানোর অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ব্যক্তি । দুইজনকে ইমামবাড়া জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানে তাঁরা চিকিৎসাধীন ।
দাদপুরের হাঁড়াল গ্রামে শেখপাড়ার বাসিন্দা শেখ সহরাব আলি এবং তাঁর ছেলে শেখ ফরিদুল আলি । আজ সকালে দুইজনের মধ্যে বচসা বাধে । এরপরই ছেলেকে মারধর করতে শুরু করে সহরাব ।
স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে কথায় কথা বাড়ে । পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কাতান দিয়ে ছেলেকে এলোপাথাড়ি কোপাতে থাকে সহরাব । স্থানীয়রা এসে আহত ফরিদুরকে উদ্ধার করেন । তাঁকে চুঁচুড়া হাসপাতালে ভরতি করা হয় । এরপরেই সহরাব বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাদপুর থানার পুলিশ জানিয়েছে । পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় ।