সিঙ্গুর, 3 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে সিঙ্গুরের জমি আন্দোলন এক গুরুত্বপূর্ণ অধ্য়ায় ৷ 2006 সালে সিঙ্গুরে কৃষিজমি নিয়ে আন্দোলন শুরু হয় । এরপর 2008 এ সেই আন্দোলনের অন্তিম লগ্নে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে ধরনা দেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সিঙ্গুরের বাজেমেলিয়া, বেরাবেরি, খাসেরভেরি, গোপালনগর, জয়মোল্লা তখন আন্দোলন তুঙ্গে । যখন মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে ধর্মতলায় অনশন করছেন তখন বাজেমেলিয়ার জমিতে তাপসী মালিকের দগ্ধ দেহ উদ্ধার হয় ৷ সিঙ্গুরের গ্রামে গ্রামে তখন অরন্ধন, বিভিন্ন দেব-দেবীর আরাধনা চলছে । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সন্তোষী মাতার ব্রত পালন করতেন ৷
আরও পড়ুন :Singur Road Problem: বোর্ড রয়েছে কিন্তু তৈরি হয়নি রাস্তা, সমস্য়ায় সিঙ্গুর ব্লকের 2 পঞ্চায়েতের মানুষ
কৃষি জমি বাঁচানোর আন্দোলনে তখন সন্তোষী ও মনসা মাতার স্মরণ নিয়েছে কৃষিজমি রক্ষা কমিটিও । এমনও হয়েছে যে গ্রামে দুর্গাপুজোও হয়নি । জমি ফিরে পেলে আবার পুজো হবে বলে মানত করেছেন গ্রামবাসীরা । সেই সময় বাজেমেলিয়া গ্রামের সন্তোষী মাতার স্মরণ নেন জমি রক্ষা কমিটির আন্দোলনকারীরা ।
2016 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফিরে পান সিঙ্গুরের কৃষকরা । তারপরই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন গ্রামে সন্তোষীমাতার মন্দির গড়ার ৷ সেইমতো 2019-এ নির্মিত হয় মন্দির ৷ এতদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্তোষী মাতার বার শুক্রবারে বাজেমেলিয়ার মন্দিরে পুজো দেন (Mamata Banerjee worshiped at Santoshi Mata Temple in singur)৷ মন্দিরের সামনের রাস্তা জুড়ে সেদিনের জমি আন্দোলনের নানা মুহূর্ত কোলাজের মাধ্যমে তুলে ধরা হয় ৷
সিঙ্গুরে সন্তোষী মাতার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও পড়ুন :Md Salim Criticises CM : বিপদে পড়ে সন্তোষী মায়ের আশ্রয়ে, সিঙ্গুরে মমতার মন্দির দর্শনকে কটাক্ষ সেলিমের
এদিন পুজো উপলক্ষে গ্রামের মানুষের জন্য ভোগের আয়োজন ছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল পড়ুয়া বাচ্চাদের নিজে ভোগ বিলি করেন । তারপর বাজেমেলিয়া হাসপাতাল মাঠে সভামঞ্চ থেকে কামারকুন্ডু রেলওয়ে ওভার ব্রিজের উদ্বোধন করেন । এদিন তিনি বলেন, "সিঙ্গুরের মাটিকে প্রণাম জানাতে আজ আমার এখানে আসা । সেই সময় বাঁকুড়া, বর্ধমান থেকে অনেকে খাবার নিয়ে আসত । স্বপন দেবনাথ, শুভাশিস বটব্যালরা নিয়ে আসত । আর বেচারা মুড়ি, নাড়ু, ছোলা নিয়ে আসত ।"
আরও পড়ুন :Mamata Banerjee visit Singur : সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি জোরকদমে