পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ পুরশুড়ায় মমতা - তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

কয়েকদিন আগেই হুগলির চন্দননগরে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী । আর আজ পুরশুড়ায় সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

pursurah
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 25, 2021, 10:04 AM IST

পুরশুড়া, 25 জানুয়ারি : আজ বেলা 12টায় হুগলির পুরশুড়ার সেকেন্দারপুরে সভা করবেন তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2019 লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্র থেকে মাত্র বারোশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূলের অপরুপা পোদ্দার । সেই ভোটের নিরিখে পুরশুড়া বিধানসভায় 20 হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস । তারপর থেকেই বিজেপি এই মহকুমায় নিজেদের শক্তি আরও বৃদ্ধি করেছে।

আজকের জনসভায় 2 লাখ মানুষের সমাগম হবে বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তবে এখানে বিজেপির শক্তিবৃদ্ধির পাশাপাশি দিন দিন বাড়তে থাকা গোষ্ঠীকোন্দলের জেরে অস্বস্তিতে তারা । এই নিয়েও আজ দলীয় কর্মীদের তৃণমূল নেত্রী বার্তা দিতে পারেন বলে মনে করছেন অনেকে ।

কয়েকদিন আগেই হুগলির চন্দননগরে রোড শো ও জনসভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

ABOUT THE AUTHOR

...view details