পুরশুড়া, 25 জানুয়ারি : আজ বেলা 12টায় হুগলির পুরশুড়ার সেকেন্দারপুরে সভা করবেন তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
2019 লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্র থেকে মাত্র বারোশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূলের অপরুপা পোদ্দার । সেই ভোটের নিরিখে পুরশুড়া বিধানসভায় 20 হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস । তারপর থেকেই বিজেপি এই মহকুমায় নিজেদের শক্তি আরও বৃদ্ধি করেছে।