সিঙ্গুর, 2 জুন : মুখ্যমন্ত্রীর সিঙ্গুর সফরের আগের দিন নেওয়া হচ্ছে জোরকদমে প্রস্তুতি (Mamata Banerjee Going to Singur) ৷ সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে সন্তোষী মাতার বিগ্রহ করা হচ্ছে পরিষ্কার ৷ এ কাজ করছেন খোদ শ্রমমন্ত্রী বেচারাম মান্না ৷ পালটানো হচ্ছে মন্দিরের ঘট, শুক্রবার নতুন ঘট স্থাপনের মাধ্যমে সকাল 8 ঘটিকায় মন্দিরে শুরু হবে বাৎসরিক পূজা অর্চনা।
2019 সালে 12 মার্চ বাজেমেলিয়া সন্তোষী মাতার মন্দির স্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মন্দির প্রতিষ্ঠা করা হয় ৷ সিঙ্গুর কৃষিজমি সন্তোষী মাতা পূজা কমিটি গঠন করে এই মন্দির ৷ দেখাশোনার ভারগ্ৰহণ করেন সিঙ্গুরের আন্দোলনকারী কৃষকরা।