পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউ আলিপুরের মহিলাদের মতো সাজলে মমতাকে ভালো লাগবে না, বললেন কল্যাণ - Srirampore pujo 2019

গতকাল শ্রীরামপুরের গান্ধি ময়দানে পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "দুর্গা প্রতিমার সাবেক রূপই তাঁর পছন্দ ৷ মমতাদিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে রাখো, তবেই না ভালো লাগবে ৷"

kalyan

By

Published : Oct 5, 2019, 12:41 PM IST

Updated : Oct 5, 2019, 1:20 PM IST

শ্রীরামপুর , 5 অক্টোবর : থিম পুজোর সঙ্গে সাবেকি পুজোর তুলনা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন , " মমতাদিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে রাখো তবেই না ভালো লাগবে ৷ তাঁকে যদি নিউ আলিপুরের কোনও মহিলার মতো সাজানো হয় তাহলে কি ভালো লাগবে? " গতকাল শ্রীরামপুরের গান্ধি ময়দানে পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি ৷

শ্রীরামপুরের এই পুজো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো হিসেবেই খ্যাত ৷ কল্যাণবাবু জানান, থিমের পুজো তাঁর ভালো লাগে না ৷ দুর্গা প্রতিমার সাবেকি রূপই তাঁর পছন্দ ৷ থিমের পুজোর সঙ্গে প্রতিযোগিতার কথা তাই তিনি ভাবেন না ৷ তাই শ্রীরামপুরের গান্ধি ময়দানের পুজোর কোনও থিম নেই ৷ তিনি বলেন , "আমি সাবেকিয়ানার ভক্ত । মায়ের মহিষাসুরমর্দিনী মূর্তি দেখতে না পেলে মায়ের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা-ভক্তি আসে না ৷ সারাবছরই ঠাকুর পুতুল সাজিয়ে পুজো করলেই হয় । যেখানে সাবেকি মূর্তি রয়েছে সেখানে সাবেকি পুজো ব্যাপারটাও রয়েছে । আমি চণ্ডীপাঠ , সন্ধিপুজো, আরতি করি । আমার মায়ের সাবেকি রূপই ভাল লাগে ৷ দিদি হাওয়াই চপ্পল পরে, সাদা শাড়ি পরে যাচ্ছেন, এটাই মুখ্যমন্ত্রীর রূপ । তাঁকে থিম অ্যানিমেশনে বসিয়ে দিলে ভালো লাগবে না । "

শুনে নিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য...

পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়েও কল্যাণবাবু মন্তব্য করেন ৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, " ভারতবর্ষে এখন এক নির্বাচন , এক দেশ ৷ দ্রব্যমূল্যও সমান হওয়া উচিত । পিঁয়াজের দাম , আলুর দাম , পেট্রোলের দাম সবই 86 টাকা । দেশটাকেই বিক্রি করে দেবেন তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) ।"

Last Updated : Oct 5, 2019, 1:20 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details