পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিঙ্গুরে তৈরি হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক : মুখ্যমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই পার্ক তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম। ১১ একর জমির উপর তৈরি হবে ওই পার্ক। একেবারে জাতীয় সড়কের পাশে ও সিঙ্গুর রেল স্টেশনের কাছে জমি বরাদ্দও হয়ে গিয়েছে। ইতিমধ্যে সেখানে সীমানা প্রাচীর তৈরিরও কাজও শুরু করেছে ওই নিগম।

mamata announced agro industrial park at singur
সিঙ্গুরে তৈরি হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক : মুখ্যমন্ত্রী

By

Published : Dec 24, 2020, 6:22 PM IST

Updated : Dec 24, 2020, 6:36 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: যে সিঙ্গুরের চাষিদের জন্য আন্দোলন করে বামফ্রন্টকে বড় ধাক্কা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিঙ্গুরের জন্যই এবার শিল্পস্থাপনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, সিঙ্গুরে তৈরি হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই পার্ক তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম। ১১ একর জমির উপর তৈরি হবে ওই পার্ক। একেবারে জাতীয় সড়কের পাশে ও সিঙ্গুর রেল স্টেশনের কাছে জমি বরাদ্দও হয়ে গিয়েছে। ইতিমধ্যে সেখানে সীমানা প্রাচীর তৈরিরও কাজও শুরু করেছে ওই নিগম।

সিঙ্গুরের চাষের জমি নিয়ে টাটার প্রস্তাবিত গাড়ি কারখানার জন্য দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছিল আজ থেকে প্রায় দেড় দশক আগে। সেই অসন্তোষকে কাজে লাগিয়ে আন্দোলনে নেমেছিলেন ততকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশনও করেছিলেন তিনি।

শেষপর্যন্ত সিঙ্গুরে টাটার কারখানা হয়নি। পরে আদালতের রায়ে জমিও ফেরত দেওয়া হয়েছে চাষিদের। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জন্য কিছুই করেননি বলে বারবার অভিযোগ করে বিরোধীরা। ফলে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন:'নো আমন্ত্রণ, নো নিমন্ত্রণ', বিশ্বভারতী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

কিন্তু এদিন নবান্নে বসে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সিঙ্গুরের মানুষের জন্য সরকারের আসার পর তিনি ঠিক কী কী করেছেন। জানিয়েছেন, যে সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হয়েছে। কৃষকরা টাকা পান। চালও দেওয়া হয় বিনামূল্যে।

Last Updated : Dec 24, 2020, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details