কলকাতা, 24 ডিসেম্বর: যে সিঙ্গুরের চাষিদের জন্য আন্দোলন করে বামফ্রন্টকে বড় ধাক্কা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিঙ্গুরের জন্যই এবার শিল্পস্থাপনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, সিঙ্গুরে তৈরি হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই পার্ক তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম। ১১ একর জমির উপর তৈরি হবে ওই পার্ক। একেবারে জাতীয় সড়কের পাশে ও সিঙ্গুর রেল স্টেশনের কাছে জমি বরাদ্দও হয়ে গিয়েছে। ইতিমধ্যে সেখানে সীমানা প্রাচীর তৈরিরও কাজও শুরু করেছে ওই নিগম।
সিঙ্গুরের চাষের জমি নিয়ে টাটার প্রস্তাবিত গাড়ি কারখানার জন্য দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছিল আজ থেকে প্রায় দেড় দশক আগে। সেই অসন্তোষকে কাজে লাগিয়ে আন্দোলনে নেমেছিলেন ততকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশনও করেছিলেন তিনি।