জাঙ্গিপাড়া, 4 জানুয়ারি : মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি-র পর এবার ফুরফুরায় মন্ত্রী মলয় ঘটক । গতকাল রাতে ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করেন তিনি । তবে কী কারণে বৈঠক করেছেন, তা জানা যায়নি ।
পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন । বাংলায় ক্ষমতায় আসতে তৎপর রাজনৈতিক দলগুলি । এমনকী, মিম এ রাজ্যে নিজেদের প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে ৷ বিহারের সাফল্যের পর এবার বাংলার নির্বাচন লক্ষ্যে গতকাল সকালে ফুরফুরা শরিফে আসেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি । দেখা করেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে । আব্বাস সিদ্দিকী আগেই নিজের দল গড়ার কথা ঘোষণা করেছিলেন । গতকালের বৈঠকের পর আসাদউদ্দিন জানিয়ে দেন , মিম আব্বাস সিদ্দিকীর সঙ্গে রয়েছে । আব্বাস সিদ্দিকীকে সমর্থন করার কথা জানান তিনি ।
আসাদউদ্দিন ওয়েইসি ফিরে যেতেই ফুরফুরায় ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন মলয় ঘটক এবার আসাউদ্দিন ওয়েইসি ফিরে যেতেই গতকাল রাতে ফুরফুরায় যান মন্ত্রী মলয় ঘটক । ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলেন । কথাবার্তার পর ছোটো উপহার দিয়ে বিদায় নেন মন্ত্রী । তবে কী কারণে বৈঠক করেন সেই বিষয়ে জানা যায়নি । তবে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে । । উল্লেখ্য, আগেই তৃণমূলকে সমর্থনের কথা জানিয়ে দিয়ে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট করে দিয়েছিলেন ত্বহা সিদ্দিকী ।
আরও পড়ুন, ফুরফুরায় আসাদউদ্দিন, আব্বাসের নেতৃত্বে বাংলায় কাজ করার বার্তা
রাজনৈতিক মহলের একাংশ বলছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিম ভোট কাছে টানতে ফুরফুরাতে হাজির হচ্ছেন রাজনৈতিক নেতার মন্ত্রীরা । মিমও সেই দলে রয়েছে । যদিও মিম নিয়ে তৃণমূল বা বাম-কংগ্রেস কেউ-ই তেমন গুরুত্ব দিতে রাজি নয় । তৃণমূলের দাবি, রাজ্যে মিমের শীর্ষ স্তরে ভাঙন ধরতে শুরু করেছে । কারণ, মিম থেকে অনেকেই তৃণমূলে যোগ দিয়েছে । আসলে রাজ্য়ের সংখ্য়ালঘু বিভিন্ন সংগঠন চায় না বিজেপি এ-রাজ্য়ে ক্ষমতায় আসুক । তবে মিম যদি রাজ্যে প্রভাব ফেলে তাহলে তা বিজেপি-র ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।