উত্তরপাড়া, 2 জুন : "শুভেন্দুর সমস্যা হচ্ছে ওর উচ্চারণ করতে অসুবিধা হচ্ছিল আড়াই লাখ, আড়াই কোটি না আড়াই হাজার কোটি । কারণ হলদি নদীর জলে কত হাজার কোটি টাকা ডুবিয়ে রেখেছে সেটা ওই জানে । ওকে বলি আলাপন নিয়ে বলার আগে মনে রাখা উচিত উনি আইএএসের টপার । কথায় বলে না যে, একটা যোগ্যতা দেখে বলা উচিত ।" এভাবেই মঙ্গলবার বালির নিশ্চিন্দার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্টিন দেখতে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মদন মিত্র ৷
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গান শোনানোর পাশাপাশি শুভেন্দুকেও একহাত নেন মদন মিত্র ৷ তিনি বলেন, "শুভেন্দুর যে কো-অপারেটিভগুলো আছে সেগুলো একটু নাড়াচাড়া করে দেখা যাক না যে আড়াই লাখ টাকা মাইনে বেরোয় না আড়াই কোটি টাকা । আর যাই হোক শুভেন্দুর মুখে আলাপনের কথা মানায় না । আলাপনের ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ তারপরেও সে হাসতে হাসতে এই সময় লড়াই করছে । আলাপন হচ্ছে বাংলার অলংকার । আমি স্যালুট জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ কোনও টাকা কোনও দাম দিয়েই আলাপনের মত অফিসার বাংলায় তৈরি করা যাবে না ।"