তারকেশ্বর, 6 অগস্ট: চলছে শ্রাবণ মাস ৷ ভোলেবাবার কাছে শনিবার তারকেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন মদন মিত্র ৷ সেখান থেকে পুজো দিয়ে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি (Madan Mitra on Partha-Arpita Controversy) ৷ পার্থ-অর্পিতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে দল য়ে কারণে তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।"
পার্থ চট্টোপাধ্যায় বলেছেন তিনি একা, এই প্রসঙ্গে মদনবাবুকে জানতে চাওয়া হলে তিনি বলেন, "হিটলারকেও একা থাকে হয়েছিল। জীবনের কিছুটা সময় একা চলতে হয়, জীবনের কিছুটা সময় একা চলতে হয়। একা চলতে শেখাটা একটা আর্ট ৷ তবে পার্থ বারবার বলছেন একটি ষড়যন্ত্র রয়েছে যেটা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। কী ষড়যন্ত্র রয়েছে সেটা বলে দিক।"