পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আদিবাসীদের জন্য কিছুই করেননি" অসীমা পাত্রকে কটাক্ষ লকেটের - tmc

"ধনেখালিতে সন্ত্রাসের প্রতিবাদ হবে।" নাম না করে অসীমা পাত্রকে হুঁশিয়ারি দিলেন হুগলি লোকসসাভার BJP প্রার্থী লকেট চ্যাটার্জি।

লকেট চ্যাটার্জি

By

Published : Apr 6, 2019, 11:16 PM IST

ধনেখালি, 6 এপ্রিল : "নিজেদের দলের মধ্যে কেউ তাঁকে দেখতেই পারেন না। তিনি আবার নিজেকে বিশাল নেত্রী ভাবেন। চার-পাঁচতলা বাড়ি করেছেন। অথচ আদিবাসীদের জন্য কিছুই করেননি। আমি ভোটে জেতার পর কথা দিচ্ছি এই সব লোকদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।" নাম না করে অসীমা পাত্রকে কটাক্ষ করে আজ একথা বলেন হুগলি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী লকেট চ্যাটার্জি।

ভিডিয়োয় শুনুন লকেট চ্যাটার্জির বক্তব্য

আজ হুগলির ধনেখালিতে বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে প্রচার সারেন লকেট। ধনেখালির মদনমোহনতলায় মিছিল শেষ করেন তিনি। সেখানে লকেট ভাষণে বলেন, "এতদিন ধরে ধনেখালিতে যাদের নেতৃত্বে সন্ত্রাস চলছে, কথা দিচ্ছি এই লোকসভায় জেতার পর তারা আর এখানে সন্ত্রাস চালাতে পারবে না। তাদের এই ধনেখালি থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "যারা ভারতে থেকে পাকিস্তানের কথা বলে, তাদের এখানে থাকার কোনও অধিকার নেই। তাদের পাকিস্তানে যাওয়া উচিৎ। তাদের একটিও ভোট দেওয়া উচিৎ নয়।"

এরপর পঞ্চায়েত ভোটে প্রসঙ্গে লকেট বলেন, " পঞ্চায়েত ভোটে যারা সন্ত্রাস করেছে তাদের দেশের মানুষ দেখেছে। ধনেখালিতে যারা সন্ত্রাস চালিয়েছে তাদের সবার উপর প্রতিশোধ নেওয়া হবে। কেউ ছাড় পাবে না। মনে রাখবেন। এখানে আমি এসেছি যখন শেষ করেই বের হব। কেউ ছাড় পাবেন না।"

ABOUT THE AUTHOR

...view details