হুগলি, 23 জুন : চুঁচুড়া, বাঁকুড়া ও ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় CBI তদন্তের দাবি করলেন হুগলির BJP সংসদ লকেট চট্টোপাধ্যায় । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আজ হুগলিতে আসেন লকেট । সেখানে রাজ্যে বিভিন্ন জায়গায় গুলিচালনা নিয়ে তিনি বলেন, "তৃণমূল ভালো ফল করতে পারেনি এমন জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে । ভাটপাড়া, বাঁকুড়া, চুঁচুড়া এই সব ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা মনে হয় উপযুক্ত তদন্ত হওয়া দরকার কারণ বেশির ভাগ জায়গায় ক্ষোভটা গিয়ে পড়ছে সাধারণ মানুষের উপর । এই সব জায়গায় কোনও রাজনৈতিক রং না দেখে যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার ।"
রাজ্যে বিভিন্ন গুলি চালনার ঘটনায় CBI তদন্তের দাবি লকেটের
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আজ হুগলিতে এসে রাজ্যে বিভিন্ন গুলি চালনার ঘটনায় CBI তদন্তের দাবি লকেটের ।
মুখ্যমন্ত্রী বলেছেন রং না দেখে শাস্তি দিতে । এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু পুলিশ খুঁজে খুঁজে BJP কর্মীদের মারছে । মুখ্যমন্ত্রী যেটা বলছে আর আমরা যেটা বলছি তার মধ্যে অনেক পার্থক্য আছে । মুখ্যমন্ত্রী সামনে এরকম কথা বলেন পিছনে আর এক রকম কথা বলেন ।"
লকেট আরও বলেন, "কাটমানি নিয়ে বলছেন কাটমানি কেউ খাবেন না, কাটমানি ফেরত দিন । পুরো সরকারটাই কাটমানি সরকার হয়ে গেছে । পুরো সরকারটাকেই গ্রেপ্তার করতে হয় । এমন কোনও লোক নেই যে কাটমানি খায়নি । মুখ্যমন্ত্রী ভাবতেও পারেননি কাটমানির সঙ্গে এত লোক জড়িত যে ওনার ডান দিক বাম দিক উপর নিচ সবাই কাটমানির সাথে জড়িত। যারা সৎ লোক তারা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিচ্ছে ।"