আদিসপ্তগ্রাম, 18 অগাস্ট : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি ৷ ঘটনায় জড়িত পুলিশকর্মীদের শাস্তি দাবি করেন ৷ পুলিশকে আক্রমণ করে বলেন, "একদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খাচ্ছে পুলিশ ৷ আর বাইরে এসে মহিলাদের মারছে ৷ ব্লাউজ় ছিঁড়ে দিচ্ছে ৷"
আরও পড়ুন : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ
আজ হুগলির আদিসপ্তগ্রামে সদস্য সংগ্রহ অভিযানে যোগ দেন লকেট ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পার্শ্ব শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছিলেন ৷ পশ্চিমবঙ্গে গণতন্ত্র যদি থাকত তাহলে তাঁদের আন্দোলন করতে হত না । রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ সেখানে মহিলার ব্লাউজ় ছিঁড়ে দিচ্ছে ৷ জাতীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে । এটা পুলিশের কাছে কাম্য নয় ৷ মুখ্যমন্ত্রীর এই ঘটনার তদন্ত করা উচিত ৷ পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়ানো উচিত ৷" তাঁর কথায়, দোষী পুলিশ আধিকারিকদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক ৷ যাতে আগামীদিনে কোনও পুলিশ মহিলার গায়ে হাত না তোলে ৷
আরও পড়ুন : পার্শ্ব শিক্ষকদের সমর্থনে অর্জুন, পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ফের আন্দোলনের প্রস্তুতি