ভদ্রেশ্বর, 3 জুলাই : তেলের দাম আন্তর্জাতিক বাজার অনুযায়ী ওঠানামা করে ৷ তবে, তেলের দাম বাড়ায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ৷ শনিবার দলের কাজে ভদ্রেশ্বর এসে একথা বললেন লকেট চট্টোপাধ্যায় ৷
এদিন বিজেপি নেত্রী বলেন, "তেলার দাম নিয়ন্ত্রণে রাখার জন্য পেট্রোলিয়াম মন্ত্রী চেষ্টা করছেন ৷" তবে, এই বিষয়ে রাজ্যকে বিঁধতে ছাড়লেন না লকেট চট্টোপাধ্যায় ৷ বলেন, "যাঁরা তেলের দাম বাড়া নিয়ে আন্দোলন করেন, বড় বড় কথা বলেন, তাঁদের বুঝতে হবে, তেলের দামের ওপর তাঁরা যে সেস নেয় সেটা আগে কমানো দরকার । রাজ্যের সেস 37 টাকা থেকে এক টাকা করা উচিত ।’’