হুগলি, 15 জুন : "হুগলিতে 68 জনের চাকরি বাতিল । তাদের গিয়ে ধরুন তারা কাকে টাকা দিয়েছে । বলাগরের যুব নেতা ও সিঙ্গুরের নেতা মন্ত্রী আছে । সমস্ত তথ্য প্রমাণ আছে ।" সিঙ্গুরের মন্ত্রী বেচারাম মান্নার নাম না-করে আক্রমণ করলেন লকেট চট্টোপাধ্যায় । এর পরই পালটা দেন মন্ত্রী বেচারাম মান্না (Locket Targets Becharam) ৷ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে তিনি জানান ৷
ধনিয়াখালি বিধানসভায় আটীগণেশপুর বিবেকানন্দ স্পোটিং ক্লাবে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে এসে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "মন্ত্রী টাকা দিয়ে চাকরি দিয়েছেন । সিবিআই যেদিন হয়েছে সেদিন ঘুম চলে গিয়েছে । এর টাকাটা ফেরত দেবে কী করে । প্রমাণ আমার কাছে আছে । ওনাকে গিয়ে ধরুন উনি কী বলছেন দেখুন । সাতজনের চাকরি হয়েছে, তিনজনের বাতিল হয়েছে । সিঙ্গুরের তিনজনের টাকা কীভাবে ফেরত দেয় সেটা দেখতে হবে । আগামিদিনে আমরাও দেখছি । জনতাও দেখছে । সিবিআই তদন্তে আসল মুখোশগুলো তৃণমূল সরকারের খুলে যাবে । সিঙ্গুরের মন্ত্রীরও কান টানা হবে । কান টানলেই মাথা আসবে । যাঁরা উপযুক্ত তাঁদেরকে চাকরি না-দিয়ে মন্ত্রীর ছেলে-মেয়েকে চাকরি দিয়েছে।"
আরও পড়ুন :কংগ্রেস থাকায় মমতার ডাকা বিরোধী বৈঠকে যাবে না টিআরএস, অনুপস্থিত আপও
তিনি আরও জানান, রাষ্ট্রপ্রতি ভোট নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছে । কিন্তু উনি যেখানেই যাচ্ছে খালি হাতে ফিরতে হচ্ছে । সকলেই জানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আছে । এবারেও খালি হাতে ফিরতে হবে । কেউ ওনার কথা শোনেন না । যতই উনি বৈঠক ডাকুক । কোন পার্টির লোক মমতার সরকারকে জিজ্ঞাসা করে না । সকলেই জানে চোরের দল, ডাকাতের দল তৃণমূল সরকার । এখানে কেউ তার সঙ্গে থাকবে না ।