চুঁচুড়া, 11 জুন: রাজ্যে নির্বাচনের নামে প্রহসন চলছে। মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে সন্ত্রাস চলছে। মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে কাটোয়াতে একজন মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বিরোধীদের মনোনয়ন জমা করার ব্যবস্থা করিয়ে দিন। জনজোয়ারের মধ্যে উনি জন লুটের ট্রেনিং দিয়ে এসেছেন। সেই ট্রেনিংয়ের ফল আমরা এখন দেখতে পারছি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই ভাষাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন হুগলির বিজেপি সাসংদ লকেট চট্টোপাধ্যায় ।
শনিবার চুঁচুড়ার দলীয় কর্যালয়ে এসে সিভিক ভলেন্টিয়ার নিয়েও মন্তব্য করেন লকেট। তিনি জানান, সিভিক ভলেন্টিয়ারদের সমাজসেবা মানে মহিলাদের সঙ্গে অসভ্যতা করা । তৃণমূল চাকরির প্রলোভন দেখিয়ে এদেরকে নামিয়েছে। ওরা ভয় পেয়েছে তাই এত তাড়াতাড়ি পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে। গায়ের জোরে নির্বাচন করাতে চাইছে। মানুষ সব বুঝে গিয়েছে আর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলকে ভোট দেবে না। অবাধ ভোট হলে তৃণমূলের ফল খারাপ হবে।