হুগলি, 5 ডিসেম্বর : আলু পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল সাধারণ মানুষ ৷ একই সঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলনও প্রতিদিনই বৃহত্তর হচ্ছে ৷ তবে রাজ্যে আলু পিঁয়াজের অস্বাভাবিক মৃল্যবৃদ্ধির জন্য মমতা সরকারকেই দূষলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷
প্রচারের ফাঁকে হুগলির গোন্দোলপাড়ার এক শ্রমিকের বাড়িতে আহার সারেনলকেট চট্টোপাধ্যায় ৷ সেখানে তিনি বলেন, ‘‘ কেন্দ্র সরকার শ্রমিক ও কৃষকদের জন্য নয়া আইন তৈরি করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষক ও শ্রমিকদের পাশে আছেন ৷ তৃণমূল সরকার 10 বছরেও কৃষকদের জন্য কিছু করেনি ৷ কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছে তৃণমূল ৷ কৃষকদের কথা ভাবছে না এই সরকার ৷ শুধু দালাল ও ফড়েদের কথা ভাবছে এই সরকার ৷ আলু পিঁয়াজের দাম বাড়িয়েছে তৃণমূল সরকার ৷ দেশের অন্য কোনও রাজ্যে আলু পিঁয়াজের এত দাম নেই ৷ তৃণমূল ফড়েদের হাতে রাখার জন্য এই অস্বাভাবিক দাম বাড়িয়েছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘ তৃণমূল দিল্লি যাচ্ছে অকালি দলের সঙ্গ দিতে ৷ ওরা এক হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে ৷ তবে কোনও দিন কিছু করতে পারবে না ৷ কৃষকরা তৃণমূল সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ৷’’