বাঁশবেড়িয়া, 11 মে : বাঁশবেড়িয়ায় তৃণমূল নেতাকে গুলি চালানোর ঘটনায় তৃণমূলই দায়ী ৷ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়েছে ৷ এমনটাই অভিযোগ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, সরকার গঠনের সাতদিনও হয়নি ৷ তার মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে ৷ সেই কারণেই গুলি চলছে সপ্তগ্রাম বিধানসভায় ।
এই বিষয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "এটা আগেই প্রত্যাশিত ছিল । 2019-র লোকসভা ভোটের পর সবচেয়ে বেশি গন্ডগোলের সন্ত্রাসের এলাকা ছিল বাঁশবেড়িয়া সপ্তগ্রাম । আমরা এটাকে বন্ধ করতে চেয়েছিলাম ৷ নিজেদের মধ্যে মাফিয়া রাজ ক্ষমতা দখলের লড়াই । বিধানসভা নির্বাচনে গুন্ডা মস্তান সবাই একসঙ্গে হয়ে সপ্তগ্রাম বিধানসভা জয়লাভ করেছে । এরপরেই পৌরসভা নির্বাচনে কে হবে চেয়ারম্যান কে হবে ভাইস চেয়ারম্যান । কার কাছে কত টাকা আছে,কার কাছে জমি দখলের টাকা আছে । তাই নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে । সবচেয়ে খারাপ লাগছে মানুষের জন্য ৷ এদের মানুষ আবার ফিরিয়ে এনেছে । এটা পুরোপুরি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । একজন সাংসদ হিসাবে বলব, যে এই ঘটনা ঘটাক তার শাস্তি হোক । সরকার গঠনের সাতদিনও হয়নি ৷ তার মধ্যে এগুলো হচ্ছে । এর তদন্ত হোক ।"
বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান আদিত্য নিয়োগীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী । অভিযোগের তির তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে ৷ আদিত্য নিয়োগীকে চুৃঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে পাঠানো হয়েছে ৷