পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Locket Chatterjee: নিহত বিজেপি কর্মীদের নামে তর্পণ সাংসদ লকেটের - post poll violence

নিহত 51 জন বিজেপি কর্মীর নামে তর্পণ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি নেতা কর্মীদের উদ্দেশে এই তর্পণ করেন তিনি ৷ আজ চুঁচুড়ার ঘোড়াঘাটে তর্পণ করেন লকেট ৷

Locket Chatterjee did Tarpan for Dead BJP Workers in Post Poll Violence
নিহত বিজেপি কর্মীদের নামে তর্পণ সাংসদ লকেটের

By

Published : Oct 6, 2021, 1:42 PM IST

চুঁচুড়া, 6 অক্টোবর : ভোট পরবর্তী হিংসায় 51 জন বিজেপি কর্মী মারা গিয়েছেন ৷ মহালয়ায় তাঁদের উদ্দেশে তর্পণ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ আজ চুঁচুড়ার ঘোড়াঘাটে তর্পণ করেন লকেট ৷ লকেট চট্টোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনে 2 কোটি 28 লাখ ভোট পেয়েছে বিজেপি ৷ তাঁর দাবি ভোটাররা বিজেপিকে সমর্থন করেছে সরকারে আনার জন্য ৷ তা সত্ত্বেও বিজেপি জিততে পারেনি ৷ কিন্তু, তাই বলে সাধারণ মানুষের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না ৷ একইসঙ্গে পেট্রল ও ডিজেলকে জিএসটি’র আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি ৷

ভোট পরবর্তী হিংসায় বিজেপির কর্মী সমর্থকদের হত্যার অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করছে ৷ আজ মহালয়ার পূ্ণ্য়তিথিতে সেই সকল নিহত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ যা নিয়ে লকেট জানান, বিজেপি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে এবং মানুষের পাশে থেকে লড়ছে ৷ বিজেপি তার এই অবস্থান থেকে সরবে না ৷ পাশাপাশি তাঁর দাবি, যে সব মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁরা বিজেপিকে সরকারে চেয়েছিল ৷ কিন্তু, ভোটে হার-জিত থাকেই ৷ বিধানসভায় বিজেপির সাতাত্তর জন বিধায়ক হয়েছে ৷ তার মানে এই নয় বিজেপি পুরোপুরি ভেঙে পড়েছে তা নয় ৷

নিহত বিজেপি কর্মীদের নামে তর্পণ সাংসদ লকেটের

আরও পড়ুন : Mahalaya 2021 : তর্পণে উপচে পড়া ভিড়, ডায়মন্ড হারবারে পুণ্যার্থীদের জন্য লুচি-আলুর দমের ব্যবস্থা তৃণমূলের

অন্যদিকে, বিজেপি থেকে যাঁরা চলে গিয়েছেন ৷ তাঁরা স্বার্থ সিদ্ধির জন্য বিজেপি-তে গিয়েছিল বলে অভিযোগ করেন লকেট ৷ এ দিন ফের রান্নার গ্যাসের দাম বেড়েছে ৷ যা নিয়ে প্রশ্ন করা হলে, বিজেপি সাংসদ বলেন, আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে পেট্রোল ডিজেলের দাম নির্ধারণ হয় ৷ বিভিন্ন জায়গায় পেট্রোল-ডিজেলের দাম নিয়ে আন্দোলন চলছে ৷ কিন্তু, এখানে রাজ্য সরকার 35 টাকা ট্যাক্স নিচ্ছে ৷ তবে, আশ্চর্যভাবে এ দিন পেট্রোল ও ডিজেলকে জিএসটি’র আওতায় আনার দাবি জানিয়েছেন লকেট ৷ প্রসঙ্গত, এ নিয়ে কেন্দ্রের উপর বিজেপি বিরোধী রাজ্য সরকারগুলির তরফে চাপ তৈরি করা হচ্ছে বহুদিন ধরে ৷ কিন্তু, খোদ বিজেপি সাংসদের এই দাবি অবাক করেছে রাজনৈতিক মহলকে ৷

আরও পড়ুন : Mahalaya 2021 : গঙ্গার ঘাটগুলিতে জনসমুদ্র, "ভগবানের উপর বিশ্বাস রেখে এসেছি", বলছেন পুণ্যার্থীরা

ABOUT THE AUTHOR

...view details