ব্যান্ডেল, 25 অগস্ট: মাওবাদী বা নকশালপন্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে খুঁজে বের করতে হবে ও ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে ৷ শুক্রবার এই কথা শোনা গেল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যামের মুখে ৷ যাদবপুর বিশ্বদ্যালয়ের মেন হস্টেলে এক প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ ৷ এই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ উঠে এসেছে ৷ ব়্যাগিং কমাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসানোর পক্ষেও সওয়াল করেছেন লকেট ৷
যাদবপুরের ঘটনার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং ঠেকাতে ইসরোর প্রযুক্তিগত সাহায্য নেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায় । তাঁর মতে, অনেক আলুর সঙ্গে একটা পচা আলু থাকলে সব আলু নষ্ট হয়ে যায় । তাই পচা জিনিসগুলিকে বার করার জন্য যে যে পদ্ধতি আছে সবই নেওয়া উচিত । তাঁর কথায়, "ব়্যাগিংয়ের এই প্রক্রিয়া যেন চিরতরে বন্ধ হয়, আর যেন কোনও বাবা-মার কোল খালি না-হয় তার জন্য ব্যবস্থা নেওয়া উচিত ৷"