হুগলি, 6 এপ্রিল: "একটি মিছিলকে কেন্দ্র করে যদি এত বড় অশান্তি হতে পারে, তাহলে ভোটের সময় কী হবে ! আমরা চাই, আদালত বিষয়টি বিবেচনা করে দেখুক এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিক ৷" বৃহস্পতিবার হুগলিতে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিজেপি নেত্রী তথা স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ একইসঙ্গে তাঁর বার্তা, "রাজ্য়ে সর্বধর্ম ও সমস্ত সম্প্রদায়ের মধ্য়ে শান্তি স্থাপন করতে মুখ্যমন্ত্রী যা যা পদক্ষেপ করবেন, তাতে তাঁরা সকলে সহযোগিতা করবেন ৷ কিন্তু, মুখ্যমন্ত্রীকে এক চোখ বন্ধ রেখে কোনও সিদ্ধান্ত নিলে চলবে না ! সকলকে সমানভাবে দেখতে হবে ৷"
রামনবমীর শোভাযাত্রা কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় অশান্তি ছড়িয়েছে ৷ গত রবিবার ও সোমবার অশান্ত হয়ে ওঠে হুগলির রিষড়াও ৷ তার আগে দফায় দফায় উত্তপ্ত হয়েছে হাওড়ার শিবপুর ৷ এই পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু হয় ৷ সেই মামলার শুনানিতে উদ্বেগ প্রকাশ করে আদালত ৷ উপদ্রুত এলাকায় শান্তি ও সংহতি বজায় রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয় ৷ বলা হয়, হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে যাতে নতুন করে কোনও অঘটন না ঘটে, তা নিশ্চিত করতে হবে সবপক্ষকে ৷ রাজ্য সরকার ও প্রশাসন নিরাপত্তাব্যবস্থা নিশ্চিদ্র করবে এবং সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরা উস্কাকিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকবেন ৷