চুঁচুড়া (হুগলি), 25 সেপ্টেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগেই দুর্গাপুজোর সূচনা করেছেন ৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) ৷ তিনি এদিন বলেন, "নিজেই পশ্চিমবাংলার আইন-শৃঙ্খলা নিজের হাতে নিয়ে নিয়েছেন । দুর্গাপুজোটাও তাই নিজের পুজো ভাবছেন । যেন দুর্গা আরাধনা নয়, মমতাদেবীর আরাধনা চলছে । এটা ঠিক নয় ৷ এটা আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে ৷ এটা নিয়ে অবিলম্বে মানুষের প্রতিবাদ করা উচিত । এটা যেন আগামী বছর থেকে না হয় ।"
রবিবার চুঁচুড়া জোড়াঘাটে তর্পণ করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "মহালয়ায় দেবীপক্ষের সূচনায় তর্পনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ প্রার্থনা করা হয় । পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা ৷ চারিদিকে মায়ের আরাধনা শুরু হয়েছে । প্রতিটা বাঙালি মহালয়ার তর্পণে ব্যস্ত । বিশেষ করে বাংলার একজন জনপ্রতিনিধি হিসেবে বলব, একের পর এক ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে হত্যা করা হচ্ছে । বাংলার মা-বোন থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছেন না। এই যে এক অশুভ শক্তি বাংলার আকাশে-বাতাসে বিষের মতো মিশে আছে । এই অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক ।"
অপরদিকে এতদিন আদিবাসী কুড়মি সম্প্রদায়ের আন্দোলন চলছিল ৷ সেটা উঠে গিয়েছে ৷ এ প্রসঙ্গে হুগলির (Hooghly) সাংসদ বলেন, "300 কিলোমিটার প্রায় যান চলাচল আটকেছিল । সেটা থেকে মুক্তি পাওয়া গিয়েছে । এটা রাজ্য সরকারের আগে দেখা উচিত ছিল । সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের সকলের ক্ষতি হয়েছে । এই অবরোধ হয়েছে পুরোপুরি রাজ্য সরকারের ইন্ধনে । কুড়মি সমাজকে ভুল বুঝিয়ে এই আন্দোলন করা হয়েছিল । তারা জানে সিবিআই-ইডি তৃণমূলের বিভিন্ন নেতা-নেত্রী ঘরে হানা দিচ্ছে । সেটা থেকে নজর ঘোরাতেই ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল কুড়মিদের ।"