ব্যান্ডেল, 19 এপ্রিল : ভাঙচুর করা হল BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি । অভিযোগ, দলীয় কর্মী সমর্থকরাই বাড়ি ভাঙচুর করেছে । অন্যদিকে লকেটের অভিযোগ, তৃণমূল কর্মীরা এই কাজ করেছে ।
লকেটের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত BJP কর্মীরাই ? - house vandalized
BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর করা হল । অভিযোগ তৃণমূলের দিকে ।
লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর
জানা গেছে আজ হুগলি-ডানলপে মিছিল ছিল লকেট চ্যাটার্জির । মাঝপথে অসুস্থ বোধ করায় বাড়ি ফিরে আসেন তিনি । এরপরই উত্তেজিত কর্মীরা তাঁর বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । যদিও লকেট অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীদের দিকে ।
এবিষয়ে জেলা BJP সভাপতি বলেন, "কয়েকজন BJP ও তৃণমূল কর্মী এর সঙ্গে জড়িত আছে ।" তৃণমূল নেতৃত্ব দাবি করছে, এটা BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব ।
Last Updated : Apr 19, 2019, 2:43 PM IST