বাঁশবেড়িয়া, 21 ডিসেম্বর : আজ বাঁশবেড়িয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন যাত্রায় যোগদান দিতে আসেন BJP-র মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ যাত্রা শেষে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি বিরোধী বলেও কটাক্ষ করেন ৷ বলেন, "ওপার বাংলার বাঙালিদের কারা নেবে ? পূর্ব বাংলার বাঙালদের ভয় দেখানো হচ্ছে ৷ পূর্ববঙ্গের বাঙাল যারা এখানে এসেছেন, তাদের কি নাগরিকত্ব দরকার নেই ? মুখ্যমন্ত্রী তাঁদের চান না ৷ মুখ্যমন্ত্রী বাঙালি বিরোধী হয়ে গেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকিয়ে রেখেছেন ৷ এদের বার করুন ৷ তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে ৷"
পূর্ববঙ্গের বাঙালদের কি নাগরিকত্বের দরকার নেই ? প্রশ্ন লকেটের - CAA 2019
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি বিরোধী বলে কটাক্ষ করলেন মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ বলেন, "পূর্ববঙ্গের বাঙাল যারা এখানে এসেছেন, তাদের কি নাগরিকত্ব দরকার নেই ? মুখ্যমন্ত্রী তাঁদের চান না ৷ মুখ্যমন্ত্রী বাঙালি বিরোধী হয়ে গেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকিয়ে রেখেছেন ৷ "
বাইরে থেকে জঙ্গিরা এসে এদেশে হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন লকেট ৷ "বাইরে থেকে জঙ্গিরা এসে, জামাতরা এসে এসব আন্দোলনের মধ্যে যুক্ত হচ্ছে ৷ ছাত্রদের নাম করে এই জঙ্গিরা এসে আন্দোলনে যোগ দিচ্ছে ৷ ভারতে হিংসাত্বক বাংলা তৈরির চেষ্টা করছে ৷" বুদ্ধিজীবীদেরও এক হাত নেন তিনি ৷ কটাক্ষ করে বলেন, "তৃণমূলের বুদ্ধিজীবীরা তৃণমূলের কিছু হলেই রাস্তায় নামে ৷ যখন মালদায় ধর্ষণ হল, পুড়িয়ে দেওয়া হল তখন একজনও বুদ্ধিজীবী বেরোয়নি ৷ বুদ্ধিজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো রাস্তায় নামে ৷ আবার, তাঁর কথা মতোই বাড়িতে ঢুকে যায় ৷"
ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই ৷ তাঁদের এদেশ থেকে কেউ তাড়াবে না বলে আশ্বাস দিলেন তিনি ৷ সঙ্গে বলেন, "মানুষকে পুরোপুরিভাবে ভুল বোঝানো হচ্ছে ৷ এখানের বসবাসকারী, এখানে যারা বছরের পর বছর মুসলিম রয়েছেন, যাদের বাবা-কাকা এখানে মারা গেছেন, কবর হয়েছে, তাঁরা কখনও যাবেন না ৷ তাঁদের যেতে হবে না ৷ তাঁরা এখানেরই মুসলিম ৷ মুসলিম, হিন্দু, বাঙালিদের মধ্যে ষড়যন্ত্র করে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি তৈরি করছে ৷ এই বিল নাগরিকত্ব দেওয়ার, ছিনিয়ে নেওয়ার নয় ৷"