পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড কিচেন খুলে করোনা আক্রান্তদের পাশে মগরা থানা - corona

করোনা আক্রান্ত ও দুঃস্থদের দু’বেলা খাবারে ব্যবস্থা করল মগরা থানার পুলিশ ৷ যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের বাড়িতে টানা 11 দিন খাবার পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ৷

lock down in west bengal covid kitchen at magra police station for help to corona patient in hooghly
কার্যত লকডাউনে কোভিড কিচেন খুলে করোনা আক্রান্তদের পাশে মগরা থানা

By

Published : Jun 1, 2021, 4:24 PM IST

মগরা (হুগলি), 1 জুন : করোনা রোগীদের জন্য কোভিড কিচেন চালু করেছে মগরা থানার পুলিশ । টানা 11 দিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে থানার পক্ষ থেকে । ব্লক প্রশাসন ও পুলিশের সহযোগিতায় দু’বেলা এই খাবার ব্যবস্থা করা হয়েছে । আপাতত মোট একশো জনের জন্য এই ব্যবস্থা থাকছে ।

মগরা থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে সপ্তাহে সাতদিনের মধ্যে দু’দিন নিরামিষ ৷ বাকি পাঁচদিন ভাত, ডাল, মাছ, মাংস এমনকি বিরিয়ানির ব্যবস্থাও থাকছে কোভিড কিচেনে । করোনা পরিস্থিতিতে দুঃস্থ ও অসুস্থ মানুষজন বাড়িতে রান্না করতে পারছেন না । এই সময় যাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাঁদের জন্যই এই উদ্যোগ নিয়েছে প্রসশান ।

আরও পড়ুন : হাওড়া উত্তরে পুলিশের উদ্যোগে শুরু হল কমিউনিটি কিচেন

পুলিশ ও ব্লক প্রশাসনের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । মগরা থানার সিভিক ভলান্টিয়াররা দু’বেলা করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন । করোনা পরিস্থিতিতে গরিব দুঃস্থদের যাতে ঘর থেকে বেরতে না হয় এবং সংক্রমণ না ছড়ায়, তার জন্যই এই উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশসান । সেই সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের সাহায্য করতে রান্নার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় কয়েকজন । পাশাপাশি কার্যত লকডাউনের নিয়মকানুনও কঠোরভাবে লাগু করছে মগরা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details