চুঁচুড়া, 24 এপ্রিল : কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে হাইকোর্ট সহ রাজ্যের জেলা আদালতগুলির স্বাভাবিক কাজকর্ম আপাতত বন্ধ । এনিয়ে চিন্তায় পড়েছিলেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা । পরে জানানো হয়, অনলাইনে চলবে জরুরি মামলাগুলির শুনানি । সেইমতো অনলাইনে চলছে চুঁচুড়া আদালতের বিচারপ্রক্রিয়া । এপর্যন্ত মোট 19টি মামলার নিষ্পত্তি হয়েছে চুঁচুড়া কোর্টে ।
অনলাইনেই 19টি মামলার নিষ্পত্তি চুঁচুড়া আদালতে
এপর্যন্ত অনলাইনে 19টি মামলার নিষ্পত্তি হয়েছে চুঁচুড়া কোর্টে । এর মধ্যে তিনটি POCSO মামলা ছিল । মোট চারটি মামলায় জামিন মঞ্জুর হয়নি ।
হাইকোর্টের নির্দেশে চুঁচুড়া আদালতে গত কয়েকদিনে পাঁচদিনের স্পেশাল বেঞ্চ বসেছে। চুঁচুড়া আদালতে 19টি মামলা ছিল। এর মধ্যে তিনটি POCSO মামলা ছিল । এক্ষেত্রে দুটি মামলায় জামিন হয়েছে। আর একটি মামলায় জামিন মঞ্জুর হয়নি। বাকি 16টি মামলার মধ্যে 13 টিতে জামিন হয়েছে । তিনটি মামলায় কোনও জামিন হয়নি।
এবিষয়ে সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় বলেন, "এই মামলার বিচার ও জামিনের সম্পূর্ণ বিষয়গুলি অনলাইনের মাধ্যমেই হয়েছে । যাতে আদালতে ভিড় না হয় তাই এই ব্যবস্থা। সমস্ত বিষয় পুরোপুরি মানা হয়েছে। আইনজীবী হিসেবে আমিও অফিস থেকে অনলাইনে শুনানিতে যোগ দিই। যাঁরা বিচারপ্রার্থী তাঁরাও এই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছেন । অনলাইনেই 19 টি মামলার নিষ্পত্তি করতে পেরেছি আমরা।"