আরামবাগ, 10 মে : পৌরসভার উদ্যোগে চলছে জৈব সার তৈরির কাজ । আর তার জেরেই তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ৷ অবিলম্বে এই সার তৈরির কাজ বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী ৷ মঙ্গলবার সকালে এই বিক্ষোভের ঘটনা ঘটে আরামবাগের 19 নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকায় (Locals Protest in Arambagh)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ । তারা বিক্ষোভকারীদের এলাকা থেকে সরিয়ে দেয় ।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার গাড়িগুলি পার্কিং করা হয়, তার জেরে এমনিতেই দুর্গন্ধে অতিষ্ঠ তাঁরা ৷ তার উপর পৌরসভার উদ্যোগে এখানেই জৈব সার তৈরি করা হচ্ছে । ফলে এই দুইয়ের দুর্গন্ধে নাভিশ্বাস উঠেছে এলাকাবাসীর । অবিলম্বে ময়লার গাড়ির পার্কিং অন্যত্র সরানো ও জৈব সারের তৈরির কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷