আরামবাগ, 11 অগাস্ট : কোরোনায় মৃতদের দেহ দাহ করার জন্য জায়গা নির্দিষ্ট করতে বাধা। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের । অভিযোগ, বিক্ষোভ ঠেকাতে লাঠিচার্জ করে পুলিশ ৷ হুগলির আরামবাগের ঘটনা ৷ মোট 11 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ ৷ আটক এক যুবক পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করে ৷ তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় স্থানীয়দের ৷ এরপরই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ৷ স্থানীয়দের এলাকা থেকে হটিয়ে দেওয়া হয় ৷
কোরোনা : শ্মশানে আপত্তি, স্থানীয়দের বিক্ষোভ; লাঠিচার্জ পুলিশের - আরামবাগে স্থানীয়দের বিক্ষোভ
আরামবাগ পৌরসভার উদ্যোগে কোরোনা ভাইরাসে মৃতদের দেহ দাহ করার জন্য জায়গা ঠিক করা হয়েছিল ৷ সেইমতো আরামবাগের পল্লিশ্রী এলাকায় দ্বারকেশ্বর নদের তীরে কালীপুর সেতুর নিচে একটি জায়গায় শ্মশান প্রস্তুত করা হয় ৷ কিন্তু, সেই জায়গা নিয়ে আপত্তি জানান স্থানীয়রা।
কোনওরকম ঝামেলা এড়াতে পৌরসভার উদ্যোগে কোরোনা ভাইরাসে মৃতদের দেহ দাহ করার জন্য জায়গা ঠিক করা হয় ৷ এবিষয়ে SDO অফিসে বৈঠক করা হয় ৷ পৌরসভার প্রশাসক , SDO ও থানার আধিকারিকরা যৌথভাবে বৈঠক করেন ৷ বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেইমতো আরামবাগের পল্লিশ্রী এলাকায় দ্বারকেশ্বর নদের তীরে কালীপুর সেতুর নিচে একটি জায়গায় শ্মশান প্রস্তুত করা হয় ৷ পৌরসভার তরফে জানানো হয়, গোটা এলাকাকে টিন দিয়ে ঘিরে দেওয়া হবে ৷
সেইমতো আজ দুপুরে সেখানে কাজ করতে যান কর্মীরা ৷ তাঁরা যেতেই বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা ৷ তাঁদের ঠেকাতে এলাকায় নামে পুলিশ ও র্যাফ ৷ স্থানীয়দের দাবি, ওই এলাকায় শ্মশান করা যাবে না ৷ স্থানীয়দের অবরোধ ও বিক্ষোভের জেরে আপাতত কাজ বন্ধ হয়ে যায় ওই এলাকায় ৷