পাণ্ডুয়া, 5 ফেব্রুয়ারি: পঞ্চায়েতে তালা দিয়ে রাস্তা অবরোধ হুগলির খন্যানে। রাস্তা সারাইয়ের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের৷
শুক্রবার দুপুরে পান্ডুয়ার খন্যান চৌমাথায় পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই খন্যান থেকে মাকাণ্ডী পর্যন্ত জিটি রোডের প্রায় 4 কিলোমিটার অংশের বেহাল দশা। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই এদিন পথ অবরোধের সিদ্ধান্ত নেন স্থানীয়রা৷