হাওড়া/হুগলি/শিলিগুড়ি, 18 ডিসেম্বর:বিশ্বকাপ ফাইনালকে (FIFA World Cup Final) কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে ৷ রবিবাসরীয় ফাইনালে মুখোমুখি ফান্স (France) ও আর্জেন্তিনা (Argentina) ৷ বিশ্ব পাবে নতুন ফুটবল চ্যাম্পিয়ন ৷ মেসি এবং এমবাপে দুজনেই এবার গোল্ডেন বুটের দাবিদার ৷ শেষ পর্যন্ত কার হাতে তা ওঠে, জানা যাবে রাতে ৷ তবে তার আগে হাওড়া থেকে চন্দননগর হাজির বিশ্বকাপ মিষ্টি নিয়ে ৷ আর সেই মিষ্টিতেও শোভা পাচ্ছেন আর্জেন্তিনার মেসি থেকে ফান্সের এমবাপে ৷
বিশ্বকাপ ফাইনালের জন্য চন্দননগরে লাগানো হয়েছে ফ্রান্সের পতাকা ৷ করা হয়েছে নানা আয়োজন । পিছিয়ে নেই মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলিও। চন্দননগরের বাসিন্দাদের মধ্যে রয়েছে ফরাসি আবেগ ৷ আর তা থেকেই বেড়েছে ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) প্রতি ভালোবসা । তাই একাধিক মিষ্টান্ন ব্যবসায়ীরা ক্ষীর দিয়ে তৈরি করে ফেলেছে এমবাপেকে । দেখা যাচ্ছে, মাঠে এমবাপে ফুটবল পায়ে দাঁড়িয়ে রয়েছেন ।
প্রায় দু'ফুটের এমবাপের এই সন্দেশের মূল্য আড়াই হাজার টাকা । গ্রাহকদের কথা চিন্তা করে সাধ্যের মধ্যেই এই দাম রাখা হয়েছে । আর যা দেখতে ভিড়ও জমাচ্ছেন গ্রাহকরা ৷ চন্দননগর সরিষা পাড়া ও পঞ্চানন তলার দুই মিষ্টির দোকানের এই মিষ্টির ছবি ধরা পড়ছে ।
বিশ্বকাপ জ্বরে কাবু হাওড়াও । সেখানেও শহরের মিষ্টিতে লেগেছে বিশ্বকাপের হাওয়া । হাওড়া অলি-গলিতে গেলে চোখে পড়বে আর্জেন্তিনার পতাকা । মেসির কাট আউট । আর তার সঙ্গে নতুন সংযোজন মেসি মিষ্টি ৷ হাওড়ার মিষ্টির দোকানগুলিতে পাওয়া যাচ্ছে বিশ্বকাপ স্পেশাল মিষ্টি । বিক্রি হচ্ছে ওয়ার্ল্ড কাপ সন্দেশ (FIFA World Cup Fever) ।