হুগলি, 11 মে: চন্দননগর আদালত চত্বরে দুই আইনজীবীর বচসা ৷ পরে তা নিল হাতাহাতির রূপ ৷ শ্রীরামপুরের বাসিন্দা আইনজীবী অভিজিৎ লায়েক-কে ঘুষি মারার অভিযোগ আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর বিরুদ্ধে ৷ অভিযুক্তের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশন ও চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ লায়েক ৷ মঙ্গলবার চন্দননগর আদালত চত্বরের দুই আইনজীবীর বচসার জেরে চাঞ্চল্য় ছড়ায় (Lawyers Clash at Chandannagore Court) ৷
সূত্রের খবর, চন্দননগর ভাকুন্ডার বাসিন্দা শুভেন্দু বিকাশ চক্রবর্তী আইনজীবী অভিজিৎ লায়েকের মক্কেল ৷ মঙ্গলবার শুভেন্দু বিকাশ চক্রবর্তী মামলার মিথ্যা সাক্ষী না দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করেন চন্দননগর আদালতের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী ৷ এই মামলাকে কেন্দ্র করেই দুই আইনজীবীর মধ্যে প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতির রূপ নেয় ৷ আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর ঘুঁষিতে আহত হন অভিজিৎ লায়েক ৷ চন্দননগর হাসপাতালে চিকিৎসার পর ছাড়া পান তিনি ৷ তারপরই তিনি চন্দননগর বার অ্যাসোসিয়েশন ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷