হুগলি, 1 অগস্ট:জগৎ জোড়া খ্যাতি রয়েছে হুগলির ধনিয়াখালি তাঁতের। পুজোর আগে এই তাঁতের সেভাবে চাহিদা নেই বাজারে। নতুন ডিজাইন ও নতুন প্রজন্মের অভাবে ধুঁকছে তাঁত শিল্প। শিল্পীদের অভিযোগ, একটি তাঁতের শাড়ি বুনতে যে সময় ও পরিশ্রম লাগে তাতে সেইভাবে রোজগার নেই। তাই নতুন প্রজন্ম তাঁত শিল্পের প্রতি আগ্রহ হারিয়েছে। একমাত্র বয়স্ক তাঁতিরাই আঁকড়ে ধরে আছে তাদের পুরনো ঐতিহ্যকে। নিত্যনতুন ডিজাইনের অভাবের কারণে গ্রাহক হারাচ্ছে এই তাঁত শিল্প।
তাঁত শিল্পী সুশান্ত ভর বলেন, "বর্তমানে সুতো দাম-সহ নানা জিনিসের দাম বেড়েছে । অথচ শিল্পীদের মজুরির বৃদ্ধি পায়নি। নতুন ডিজাইন আসলে ভালো। কিন্তু বর্তমান প্রজন্ম এই কাজে না এলে নতুন ডিজাইনের তাঁত বুনতে পারবে না। মজুরি কমের জন্য তাঁত বুনতে আগ্রহী নয় এখনকার ছেলেমেয়েরা ৷ সরকারিভাবে তাঁতের মজুরি বৃদ্ধি করুক। সারা দিনে 50 থেকে 60 টাকা মজুরি পাচ্ছি। এতেই কিছু হয় না। ধনিয়াখালি তাঁত শিল্প তিন ভাগের এক ভাগে দাঁড়িয়েছে। আগামিদিনে ধনিয়াখালি তাঁত কাগজে কলমে থাকবে । সরকার যদি এগিয়ে না আসে, এই তাঁতশিল্প আর থাকবে না।"
সোমসপুর ইউনিয়ন সমবায়ের ম্যানেজার বিনয় ভূষণ লাহা বলেন, "জোগারে কাজ করলে 300 টাকা মজুরি ৷ 50 টাকার জন্য কেউই তাঁত বুনতে চাইছে না। দশ বছর আগে সাড়ে তিনশো তাঁতি ছিল ৷ বর্তমানে 160 জন তাঁতি তাঁত বুনছেন।আরও পাঁচ বছর পর এই শিল্প শেষ হয়ে যাবে।