পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rishra Labour Agitation : বোনাস ও বন্ধ জুটমিল খোলার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের - শ্রমিক বিক্ষোভ

রিষড়ায় সাত মাস ধরে বন্ধ ওয়েলিংটন জুট মিল খোলার দাবিতে শ্রমিক বিক্ষোভ ৷ বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস ৷ অবিলম্বে বোনাস দেওয়ার ও বন্ধ জুটমিল খোলার দাবি ৷ পাল্টা, এই পরিস্থিতির জন্য শ্রমিকদেরই দায়ী করছে মালিক পক্ষ ৷

labour agitation at Rishra demanding reopen of jute mill and bonus
Rishra Labour Agitation : বোনাস ও বন্ধ জুটমিল খোলার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের

By

Published : Oct 6, 2021, 7:45 PM IST

রিষড়া, 6 অক্টোবর :পুজোর আগে জুটমিল খোলার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের ৷ সেই কর্মসূচিতে সামিল হল তৃণমূল কংগ্রেসও ৷ জুটমিল খোলার পাশাপাশি শ্রমিকদের জন্য পুজোর বোনাসেরও দাবি তোলা হয় দলের তরফে ৷ বুধবারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় হুগলির রিষড়ায় ৷ উল্লেখ্য, গত সাত মাস ধরে বন্ধ রয়েছে রিষড়ার ওয়েলিংটন জুট মিল ৷ কারখানা খোলা নিয়ে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলির সঙ্গে কর্তৃপক্ষের একাধিকবার আলোচনা হলেও সমাধান সূত্র বের হয়নি ৷

আরও পড়ুন :আরএমডি বিভাগকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে আইএনটিটিইউসি

এদিকে, আর মাত্র ক’দিন পরই দুর্গাপুজো ৷ এই অবস্থায় রুজি, রুটি হারিয়ে বিপাকে পড়েছে শ্রমিক পরিবারগুলি ৷ বেতন বন্ধ ৷ বোনাসও অনিশ্চিত ৷ তাই অবিলম্বে জুট মিল খোলার দাবিতে সরব হন শ্রমিকরা ৷ এদিন কারখানার ম্যানেজারের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন ৷ আরামবাগে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূল নেতা সাকির আলির নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান তাঁরা ৷ প্রসঙ্গত, সাকির আলি রিষড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীরও সদস্য ৷

পরস্পরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মালিক ও শ্রমিক পক্ষের ৷

এদিনের কর্মসূচি প্রসঙ্গে সাকির আলি বলেন, ‘‘আমাদের দুটো দাবি ৷ প্রথম হল, অবিলম্বে মিল খুলতে হবে ৷ আর আমাদের দ্বিতীয় দাবি হল, পুজোর আগেই শ্রমিক, কর্মচারীদের বোনাস দিতে হবে ৷’’ বিক্ষোভকারীদের বক্তব্য, মালিক পক্ষের পারিবারিক বিবাদের জেরেই আজ জুটমিলের এই বেহাল দশা ৷ শ্রমিকরা চাইছেন, কর্তৃপক্ষ এই ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিক ৷ তা না হলে সমস্য়ায় পড়বেন শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন :ন্যায্য দাবি থেকে বঞ্চিত করছে কর্তৃপক্ষ; প্রতিবাদ চা শ্রমিকদের

যদিও শ্রমিকদের অভিযোগ মানতে নারাজ কারখানা কর্তৃপক্ষ ৷ সংস্থার ম্যানেজারের পাল্টা দাবি, ‘‘মিল মালিক বোনাস দিতে চাইছেন ৷ কিন্তু তাঁর হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই ৷ কিছু পুরনো পণ্য অবিক্রিত অবস্থায় মিলে পড়ে রয়েছে ৷ সেগুলি বিক্রি করে পুরো বোনাস দেওয়া যেতে পারে ৷ কিন্তু, শ্রমিকরা তা করতে দিচ্ছেন না ৷ তাছাড়া, মিলে তিনটি স্বীকৃত সংগঠন রয়েছে ৷ তাদের প্রতিনিধিদের সঙ্গে মিল খোলা নিয়ে আলোচনাও হয়েছে ৷ কিন্তু উৎপাদন সংক্রান্ত বিষয় নিয়ে মালিকের বক্তব্য মানতে নারাজ শ্রমিক সংগঠনগুলি ৷ তাই মিল খোলা যাচ্ছে না ৷ কারণ, লোকসান করে মিল চালান সম্ভব নয় ৷’’ এই প্রেক্ষাপটে পুজোর আগে মিল খোলা আদৌ সম্ভব কিনা, সেই প্রশ্নের অবকাশ থাকছেই ৷

ABOUT THE AUTHOR

...view details