তারকেশ্বর, 21 জুন : স্কুলের কেমিস্ট্রি ল্যাবে অ্যামোনিয়া ভরতি জার খুলতে গিয়ে গ্যাস উপচে পড়ে বিপত্তি । অসুস্থ হয়ে পড়ে কয়েকজন ছাত্রী । চোখে গ্যাস ছিটকে গুরুতর অসুস্থ ল্যাব অ্যাটেন্ডেন্ট । হুগলির তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ।
আজ দুপুর 3 টে নাগাদ বিজ্ঞান বিভাগের কেমিস্ট্রি ল্যাবে প্র্যাকটিকাল ক্লাস চলছিল । সেই সময় ল্যাব অ্যাটেন্ডেন্ট ওহিদুল মণ্ডল অ্যামোনিয়ার ভরতি জার খোলার সময় উপচে পড়ে গ্যাস । গ্যাস চোখে ছিটকে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । গ্যাসের ঝাঁঝাঁলো গন্ধে ল্যাবে থাকা ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে । কয়েক জন ছাত্রছাত্রীকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । ওহিদুলকে স্থানীয় এক চক্ষু বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য পাঠানো হয় ।