চুঁচুড়া, 19 মার্চ: চাবি তৈরি ও ভাঙার কারিগর বের হলেন ফ্ল্যাট থেকে ৷ শনিবার সকাল থেকে হুগলির জেলার বিভিন্ন এলাকায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিসর্ট, একাধিক ফ্ল্যাটে হানা দেয় ইডির আধিকারিকরা ৷ এদিন চুঁচুড়া জগুদাস পাড়ার একটি বহুতল আবাসনে আসে ইডি ৷ এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সদ্যপ্রাক্তন তৃণমূল যুবনেতার একটি ফ্ল্যাট আছে ৷ কিন্তু শান্তনুর এই ফ্ল্যাটটি ডিজিটাল লক পদ্ধতিতে বন্ধ ছিল ৷ সেই লক-সহ ফ্ল্যাটের ভিতরে একাধিক তালা ভাঙতে ডাক পড়ে ঘড়ির মোড়ের চাবি মিস্ত্রি রবি পালের ৷ আট ঘণ্টা শান্তনুর কোটি টাকা মূল্যের ফ্ল্যাটে কাজ সেরে রাত 9টা নাগাদ তিনি বেরিয়ে আসেন ৷ তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা (Keysmith unlocks Digital Lock of Santanu Banerjee Flat in Chuchura) ৷
রবি পাল ফ্ল্যাটটির ডিজিটাল লক খুলেছেন ৷ এছাড়া আলমারি-সহ মোট সাতটি লক ভেঙেছেন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবি বারবারই বলছিলেন, "আম কিছু জানি না ৷ ছ-সাতটা তালা খুলেছি ৷ আলমারি, দরজার লক, ড্রয়ারের তালা ।" তবে আলমারি, ড্রয়ারের ভিতরে কী আছে, তা দেখেননি বলে দাবি করেন তিনি ৷ কয়েকটি স্মার্ট ডোরের লকও খুলেছেন কারিগর রবি ৷ তবে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, ওই ফ্ল্যাটের বিভিন্ন তালা ভেঙে তিনি কী দেখেছেন ? আর এর উত্তরে ঘুরিয়ে ফিরিয়ে একটাই জবাব দিয়েছেন তিনি, "আমি তালা খুলেছি ৷ কিন্তু ড্রয়ার, আলমারি এসব খুলিনি ৷ এই দফতরটা তাঁদের (তদন্তকারী আধিকারিকরা) ৷ তাঁরাই বুঝুন ৷"