পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kedarnath Journey of Two Friends : নেশা মুক্ত সমাজ সচেতনতায় পায়ে হেঁটে দুই বন্ধুর কেদারনাথ যাত্রা - দুই বন্ধুর পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা

দুই বন্ধুর পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা (Kedarnath Journey of Two Friends on Foot)৷ তাঁরা হলেন সৌগত বিশ্বাস ও সুমন মণ্ডল ৷ বাড়ি উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ৷

Kedarnath journey of two friends on foot for drug free society awareness
Kedarnath Journey of Two Friends on Foot

By

Published : Jun 9, 2022, 5:56 PM IST

হুগলি, 9 জুন : নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষে সচেতনতার বার্তা নিয়ে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা করছেন দুই বন্ধু । পরিবেশ দিবসের পরদিন পুজো দিয়ে যাত্রা শুরু করেন তাঁরা । উত্তর 24 পরগনার ঠাকুরনগরে বাড়ি সৌগত বিশ্বাস ও সুমন মণ্ডলের । তাদের ইচ্ছা ছিল আগেই । তাই ট্রেন বাসের পরিবর্তে পায়ে হেঁটে করছেন যাত্রা ৷ তাদের উদ্দেশ্যকে সকল মানুষের কাছে পৌঁছে দিতে এই পায়ে হেঁটে যাত্রা (Kedarnath journey of two friends on foot for drug free society awareness)।

উত্তর 24 পরগনার ঠাকুরনগরে বাড়ি সৌগত বিশ্বাস ও সুমন মণ্ডলের

নেশা মুক্ত সমাজ গড়তে এবং মানুষকে সচেতন করতেই তাদের এই চিন্তাভাবনা । তাঁরা সামনে ও পিছনে ব্যানার লাগিয়ে এই প্রচার চালাচ্ছে । যাতে সমাজের প্রতিটা মানুষ একটু সচেতন হোক, এটাই তাদের উদ্দেশ্য । ঠাকুরনগর থেকে কেদারনাথ প্রায় 2 হাজার কিলোমিটারের রাস্তা । সেটা সম্পূর্ণ করতে 75 দিনের বেশি সময় লাগতে পারে । সকলেই বাস ট্রেনে কেদারনাথ দর্শন করতে যায় । কিন্তু এভাবে পায়ে হেঁটে এক অভিনব যাত্রা করেছে দুই বন্ধু । এর আগেও সিঙ্গুরের মিলন লাদাখ গিয়েছিল পায়ে হেঁটে ।

আরও পড়ুন :Piyali Basak : 'ভালবাসা'র টান, বাড়ি থেকে পালিয়ে তেনজিং নোরগের গ্রামে যান পিয়ালী

দুই বন্ধু পায়ে হেঁটে করছেন কেদারনাথ যাত্রা

সৌগত বিশ্বাস ও সুমন মণ্ডলের এই সচেতনতার বার্তা দেখে অনেকেই অভিভূত । রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে সেলফি তুলছে বহু মানুষ । সৌগত বিশ্বাস বলেন, "পৃথিবীর মধ্যে যদি কোনও ভূস্বর্গ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে কেদারনাথ । দুই বন্ধু মিলে ঠিক করি ভগবানের দর্শন, স্বর্গ দর্শন একসঙ্গে হবে ৷ তাই বেরিয়ে পড়ি । ঠাকুরনগরে হরিচাঁদের মন্দিরে পুজো দিয়ে রওনা দিই কেদারনাথের উদ্দেশ্যে । আশা করছি 75 দিনের মধ্যেই আমরা পৌঁছে যাব । 2000 কিলোমিটার এর উপর এই রাস্তা সম্পূর্ণ পায়ে হেঁটে যাত্রা করব আমরা ৷ হয়তো কিছুটা সময় বেশি লাগতে পারে ।"

ABOUT THE AUTHOR

...view details