কলকাতা, 18 ফেব্রুয়ারি : তাপস পালের মৃত্যুর জন্য CBI-কে দায়ি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, CBI-এর জন্য তাপসের মৃত্যু হয়েছে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাপস পালকে দিনের পর দিন জেরা করেছিল, সেকারণেই তাপসের শরীর ভেঙে পড়ে ও অসুস্থ হয়ে পড়েন ৷
তাপসের মৃত্যুর জন্য CBI দায়ি, অভিযোগ কল্যাণের - তাপস পাল
রোজ়ভ্যালিকাণ্ডে নাম জড়িয়েছিল তাপস পালের ৷ তাঁকে একাধিকবার CBI-এর জেরার মুখে পড়তে হয় ৷ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দিনের পর দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে তাপসকে ৷ সেকারণে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তার জেরেই মৃত্যু ৷
আজ ভোরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাপস পালের ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 61 বছর ৷ তাপস পালের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অত্যন্ত খারাপ লাগছে ৷ তাপস শারীরিকভাবে খুব কষ্ট পেয়েছে ৷ 2001 থেকে বিধায়ক ছিল ৷ রোজ়ভ্যালির ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল ৷ CBI দিনের পর দিন জেরা করেছে, গ্রেপ্তার করেছে ৷ একটা মানুষকে চোর বলেছে অথচ তা প্রমাণ করতে পারেনি ৷ ক্রিমিনাল কেস শুরু করে বছরের পর বছর ঝুলিয়ে রাখলে যে মানসিক যন্ত্রণা হয় , তার ফলেই ওর মৃত্যু হল ৷ মানসিক যন্ত্রণা থেকে শরীরে যে কষ্ট হয়, তা অস্বীকার করা যায় না ৷ বিরোধীরা এখন খুব খুশি হবে ৷ ওরা এটাই চেয়েছিল ৷’’
রোজ়ভ্যালিকাণ্ডে 2016 সালের 30 ডিসেম্বর তাপস পালকে গ্রেপ্তার করে CBI ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল , রোজ়ভ্যালি থেকে আর্থিকভাবে তিনি লাভবান হয়েছেন ৷ 2018 সালের 1 ফেব্রুয়ারি ওড়িশা থেকে জামিনে মুক্ত পান তিনি ৷