শ্রীরামপুর, ১৪ মার্চ : "নরেন্দ্র মোদি ও অমিত শাহকে রাফেলে করে পাকিস্তানে পাঠিয়ে দিলে পাকিস্তান ধ্বংস করে দিয়ে চলে আসবে। এত বড় বীর তো আগে জন্মায়নি ভারতবর্ষে।" মোদি-শাহ জুটিকে কটাক্ষ করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
মোদি-শাহ পাকিস্তান ধ্বংস করে দিয়ে চলে আসবে : কল্যাণ - shrirampur
মোদি ও অমিত শাহকে রাফেলে করে পাকিস্তানে পাঠিয়ে দিলে পাকিস্তান ধ্বংস করে দিয়ে চলে আসবে। কটাক্ষ করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
১২ মার্চ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও শ্রীরামপুর থেকে প্রার্থী করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থী হওয়ার পর গতকাল নিজের কেন্দ্রে আসেন তিনি। পুলওয়ামা, বায়ুসেনার অভিযান নিয়ে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নেন। বলেন, "পুলওয়ামায় যে জওয়ানরা শহিদ হয়ছেন, তার জন্য দায়ি নরেন্দ্র মোদি। সুপারভিশনের খামতির জন্যই এই ঘটনা ঘটেছে।" তিনি আরও বলেন, "মোদির বন্ধুরা কেউ কেউ বলছেন, এয়ারস্ট্রাইক আসলে মোদি-ইমরানের গটআপ।"
কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে কল্যাণবাবু বলেন, "কংগ্রেস, CPI(M), BJP এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওরা আগেও বলেছিল পঞ্চায়েতে অবাধ ভোট হয়নি। তৃণমূল নাকি ভয় দেখিয়েছে। ওরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল। কিন্তু, কোর্ট যখন বলে উপযুক্ত প্রমাণ দিতে তখন তা দিতে পারেনি। একটা মিথ্যা কথা বলে বারবার একই স্লোগান তোলা হচ্ছে। পশ্চিমবঙ্গের মতো এত শান্তিপূর্ণ জায়গা কোথাও নেই।"