শ্রীরামপুর, 1 মে : কলকাতায় ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তিতে পোস্টার ফেলেছে বিজেপি । সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, তালতলা, জানবাজার ও ডোরিনা ক্রসিংয়ের মতো জায়গায় পোস্টার-হোর্ডিং লাগিয়েছে গেরুয়া শিবির ৷ গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্পের ডাক দেওয়া হয়েছে ওই পোস্টারে ৷ আর বিজেপির এই পোস্টার লাগানোর সমালোচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee slams BJP for violence anniversary poster in Kolkata) ।
তিনি বলেন, "বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে । সেটাকে ঢাকার জন্যই বর্ষপূর্তি পোস্টার দিয়ে মিথ্যা অভিযোগ করেছে । হিংসার কথা বলে কুৎসা ছড়াচ্ছে রাজ্য বিজেপি । বিজেপি শুধু পোস্টারের রাজনীতি করছে । তারা মিথ্যা অপবাদ দিতে পারে, এর বাইরে কিছু করতে পারে না ।" কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "রাজ্যপাল জগদীপ ধনকড়কে নেতা করে রাস্তায় নিয়ে প্রচার করুক বিজেপি । তবু তৃণমূল মানুষের আশীর্বাদে জয় পাবে । বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন ।"