কোন্নগর, 7 জানুয়ারি: "অধীর চৌধুরী বিজেপির দালাল ৷ উনি চাইছেন ইন্ডিয়া জোট ভেঙে যাক ।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে এভাবেই আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । শনিবার কোন্নগর বইমেলার উদ্বোধন করতে এসে একথা বলেন তিনি ৷ যদিও সন্দেশখালিতে ইডির উপর হামলা প্রসঙ্গে সাংসদের বক্তব্য, ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে কেন্দ্র সরকার ৷ তাই এধরনের ঘটনা ঘটছে ।
শনিবার সন্ধ্যায় কোন্নগর বইমেলা উদ্বোধন করতে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ কোন্নগর পৌরসভার উদ্যোগে যে বইমেলা শুরু হয়েছে তার জন্য এই শহরের সংস্কৃতিমনস্ক মানুষদের আহ্বান জানান । উদ্বোধনের পর বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রশ্নে অধীর চৌধুরীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি ৷
এদিন তিনি বলেন, "অধীর চৌধুরী বিজেপির দালাল ৷ কোন দিকটা ধরে রাখবেন বুঝতে পারছেন না । উনি চাইছেন ইন্ডিয়া জোট যাতে ভেঙে যায় । কারণ ওনার টিকিট বাঁধা আছে বিজেপির ঘরে ৷ অধীর চৌধুরীর মতো বিজেপির দালাল পশ্চিম বাংলায় আর নেই ৷ শুভেন্দু অধিকারীর পায়ের তলায় পড়ে রয়েছে । ও চাই বিজেপি আবার ফিরে আসুক । অধীর চৌধুরী আগামী দিনে জিততে পারবে না যতই বিজেপির পায়ে পড়ে থাকুক ।"
বৃহস্পতিবার বহরমপুর আসনে ভোটে লড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অধীর চৌধুরী ৷ তারপর থেকেই ইন্ডিয়া জোটে তৃণমূল ও কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
যদিও এদিন সন্দেশখালির ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "বিষয়টি তদন্তের মধ্যে আছে ৷ সেটা নিয়ে মন্তব্য করব না । তবে হিংসাকে প্রশ্রয় দেওয়ার জায়গা নেই । ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর । কেন্দ্র সরকার সেই কাঠামোটাকে ভেঙে দিয়েছে । তার জন্যই আজকে এই ঘটনা ।"